ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

চৌমুহনীতে অগ্নিকান্ডে অর্ধশত দোকান পুড়ে ছাই

প্রকাশিত: ০৮:০৮, ২০ ফেব্রুয়ারি ২০২০

 চৌমুহনীতে অগ্নিকান্ডে অর্ধশত দোকান পুড়ে ছাই

নিজস্ব সংবাদদাতা, নোয়াখালী, ১৯ ফেব্রুয়ারি ॥ চৌমুহনীতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। মঙ্গলবার রাত দুইটার দিকে আগুনে অন্তত অর্ধশতাধিক দোকান পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় আট কোটি টাকার ক্ষতি হয়েছে বলে দাবি ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের। গোলাবাড়িয়া কাঁচাবাজারে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। জানা গেছে, রাত দুইটার দিকে হঠাৎ করে গোলাবাড়িয়া পূর্ব অংশ কাঁচাবাজারের একটি দোকানে আগুনের সূত্রপাত হয়। এ সময় বাজারে থাকা লোকজন এগিয়ে গিয়ে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে এবং ফায়ার সার্ভিসে খবর দেয়। মুহূর্তের মধ্যে আগুন চারপাশে ছড়িয়ে পড়ায় সবজির আড়ত, হাঁস-মুরগি দোকান, মুদি দোকান, মালের আড়ত ও দুটি বাসাসহ অন্তত অর্ধশতাধিক দোকান পুড়ে ছাই হয়ে যায়। চৌমুহনী সাধারণ ব্যবসায়ী সমিতির কোষাধ্যক্ষ শহিদুর রহমান স্বপন জানান, আগুনে অন্তত ৬০টি দোকান ও পাশের কয়েকটি বাসার মূল্যবান মালামাল ও নগদ টাকা পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় ৮ কোটি টাকার ক্ষতি হয়েছে। আনোয়ারা স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস থেকে জানান, আনোয়ারায় বৈদ্যুতিক গোলযোগ থেকে সৃষ্ট অগ্নিকান্ডে ১৯টি বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। মঙ্গলবার রাতে উপজেলার পরৈকোড়া ইউনিয়নের শিলালিয়া গ্রামে এ অগ্নিকা-ের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস সূত্র জানায়, মঙ্গলবার রাতে রণজিৎ দাশের ঘরে বাতি জ্বালানোর সময় বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে হঠাৎ করে আগুন লেগে চারদিকে ছড়িয়ে পড়ে। আগুন লাগার পর স্থানীয়রা উদ্ধার তৎপরতায় এগিয়ে আসে। খবর পেয়ে আনোয়ারা ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে এসে স্থানীয়দের সহায়তায় প্রায় দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে ১৯টি ঘর পুড়ে ছাই হয়ে যায়। এতে প্রায় ২৫ লাখ টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্তরা।
×