ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

টঙ্গীতে ঘুষ নিতে গিয়ে ভুয়া পুলিশ আটক

প্রকাশিত: ০৮:০৯, ২০ ফেব্রুয়ারি ২০২০

 টঙ্গীতে ঘুষ নিতে  গিয়ে ভুয়া পুলিশ  আটক

নিজস্ব সংবাদদাতা, টঙ্গী, ১৯ ফেব্রুয়ারি ॥ নিষিদ্ধ ওষুধ বিক্রি করার ভয় দেখিয়ে ওষুধের দোকান থেকে ঘুষ নিতে গিয়ে ধরা পড়েছে এক ভুয়া ডিবি পুলিশ। তাকে টঙ্গী পূর্ব থানা পুলিশে সোপর্দ করা হয়েছে। বুধবার টঙ্গী পূর্ব আরিচপুরে এ ঘটনা ঘটে। ভুয়া ডিবি পুলিশের নাম হোসেন আল মামুন রাসেল (৩৫)। তার বাড়ি কুষ্টিয়া জেলা সদরের হাউজিং স্ট্রিট এলাকায়। টঙ্গী পূর্ব থানা পুলিশের এসআই কাশেম জানান, রাসেল টঙ্গী পূর্ব আরিচপুর এলাকার একটি ওষুধের দোকানে গিয়ে বলেন, আপনার ওষুধের দোকানে নিষিদ্ধ চেতনানাশক ওষুধ বিক্রি হয়, আমি ডিবির লোক, আমাকে টাকা দিতে হবে, নয়তো দোকানের সবাইকে গ্রেফতার করে নিয়ে যাওয়া হবে। তার এমন কথাবার্তায় দোকানিদের সন্দেহ হলে পরিচয় নিশ্চিতে টঙ্গী পূর্ব থানা পুলিশে খবর দেয়া হয়। পুলিশ এসে রাসেলকে আটক করে থানায় নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদে জানতে পারে, রাসেল একজন ভুয়া ডিবি পুলিশ।
×