ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

প্রাইভেটকারে যাত্রী উঠিয়ে ছিনতাই ও হত্যা ॥ গ্রেফতার ২

প্রকাশিত: ০৮:০৯, ২০ ফেব্রুয়ারি ২০২০

 প্রাইভেটকারে যাত্রী উঠিয়ে ছিনতাই ও হত্যা ॥ গ্রেফতার ২

সংবাদদাতা, সাভার, ১৯ ফেব্রুয়ারি ॥ সাভারে প্রাইভেটকারে যাত্রী উঠিয়ে ছিনতাই ও হত্যার অভিযোগে একটি চক্রের দুই সদস্যকে গ্রেফতার করেছে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ। বুধবার সকালে সাভার মডেল থানায় এক সংবাদ সম্মেলনের মাধ্যমে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন ঢাকা জেলা পুলিশ সুপার মারুফ হোসেন সরদার। গ্রেফতারকৃতরা হচ্ছে, মাদারীপুর জেলার কালকিনি থানার পূর্বমাইজপাড়া গ্রামের ইস্কান্দার আলীর ছেলে মর্তুজা (৩৪) ও চাঁদপুর জেলার মতলব উত্তর থানার সরদারকান্দি গ্রামের মুকতি খানের ছেলে শাহীন ওরফে সুহিন খান (৩৪)। ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের দুটি দল গত সোমবার মিরপুর-২ ও চাঁদপুর সরদারকান্দি এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে। এসময় তাদের কাছ থেকে একটি প্রাইভেটকার, নগদ ২০ হাজার টাকাসহ ছিনতাই ও হত্যাকান্ডে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জামাদি উদ্ধার করা হয়। ঢাকা জেলা পুলিশ সুপার মারুফ হোসেন সরদার জানান, তারা একটি সংঘবদ্ধ ছিনতাইকারী চক্রের সদস্য। গত ৯ ফেব্রুয়ারি মানিকগঞ্জ জেলায় কর্মরত পুলিশ কনস্টেবল শ্রী লিটন মাহাতোকে কৌশলে প্রাইভেটকারে উঠায় ছিনতাইকারীরা। এরপর ওই পুলিশ সদস্যের হাত-পা বেঁধে তাকে হত্যার ভয় দেখিয়ে পরিবারের নিকট থেকে বিকাশের মাধ্যমে ১ লাখ ২৫ হাজার টাকা মুক্তিপণ আদায় করে ছিনতাইকারীরা। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা জানিয়েছে, গত বছরের ১৮ আক্টোবর মানিকগঞ্জের বাসিন্দা নিরাপত্তা কর্মী আলাউদ্দিনকে (৪৫) যাত্রী হিসেবে প্রাইভেটকারে উঠিয়ে জিম্মি করে। পরে টাকা পয়সা না পেয়ে আলাউদ্দিনকে মারধর ও হত্যা করে ধামরাইয়ের জয়পুরা এলাকার পাল সিএনজি পাম্পের পার্শ্ববর্তী ইঞ্জিনিয়ার আবু তাহেরের বাড়ির কাছে ফেলে দেয়। গত ২ ফেব্রুয়ারি একইভাবে আবু নাঈম (৫৪) ও তার চাচাতে ভাই বেলায়েত হোসেনকে প্রাইভেটকারে উঠিয়ে তাদের হাত-পা বেঁধে ফেলে ছিনতাইকারীরা। পরে তাদের এটিএম কার্ডের পিন নম্বর নিয়ে ১ লাখ ৩০ হাজার টাকা ও বেলায়েতের মোবাইলের বিকাশ এ্যাকাউন্ট থেকে ২৫ হাজার টাকাসহ দুটি মোবাইলফোন ছিনিয়ে নেয় চক্রটির সদস্যরা।
×