ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

স্বাধীনতা বিসিএস শিক্ষা সংসদের নতুন ইউনিট ঘোষণা

প্রকাশিত: ০৮:১৯, ১৯ ফেব্রুয়ারি ২০২০

স্বাধীনতা বিসিএস শিক্ষা সংসদের নতুন ইউনিট ঘোষণা

স্টাফ রিপোর্টার ॥ বিসিএস শিক্ষা ক্যাডারের প্রগতিশীল শিক্ষক-কর্মকর্তাদের সংগঠন স্বাধীনতা বিসিএস সাধারণ শিক্ষা সংসদেও নতুন ৯টি ইউনিট ঘোষণা করা হয়েছে। যার মধ্যে আছে রাজধানীর বড় সাত সরকারি কলেজ ও দুটি জেলা কমিটি। বুধবার সংগঠনের আহ্বায়ক অধ্যাপক মো: নাসির উদ্দিন ও সদস্য-সচিব সৈয়দ জাফর আলী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। ২০১৮ সালে গঠন করা হয়েছে মুক্তিযুদ্ধের চেতনা ও আদর্শভিত্তিক সংগঠন স্বাধীনতা বিসিএস সাধারণ শিক্ষা সংসদ। একই বছন অক্টোবরে ৭১ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা হয়। এবারই প্রথমবারের মতো কলেজ ও জেলা ইউনিটের কমিটি ঘোষণা করা হলো। সাত কলেজের মধ্যে ঢাকা কলেজ, সরকারি তিতুমীর কলেজ, সরকারি বাঙলা কলেজ, সরকারি বিজ্ঞান কলেজ, সবুজবাগ সরকারি মহাবিদ্যালয়, দুয়ারীপাড়া সরকারি মহাবিদ্যালয় ও সরকারি তোলারাম কলেজ রয়েছে। জেলা দুটো নারায়ণগঞ্জ ও বগুড়া।
×