ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

অতিরিক্ত শিক্ষার্থী ভর্তি

সিটি ভার্সিটিকে জরিমানা

প্রকাশিত: ১৩:১৫, ২০ ফেব্রুয়ারি ২০২০

সিটি ভার্সিটিকে জরিমানা

স্টাফ রিপোর্টার ॥ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) সিদ্ধান্ত না মেনে আইন বিভাগে ৫০ জনের বেশি শিক্ষার্থী ভর্তি করানোয় সিটি ইউনিভার্সিটিকে ১০ লাখ টাকা জরিমানা করেছে আপীল বিভাগ। তবে এই জরিমানার টাকা শিক্ষার্থীদের কাছ থেকে না নেয়ার নির্দেশ দিয়েছে আদালত। পাশাপাশি জরিমানার টাকা বাংলাদেশ বার কাউন্সিলের জমা করারও নির্দেশ দেয়া হয়েছে। প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন চার বিচারপতির আপীল বেঞ্চ বুধবার এসব আদেশ দেন। আদালতে বার কাউন্সিলের আবেদনের পক্ষে শুনানি করেন সিনিয়র এ্যাডভোকেট এ ওয়াই মশিউজ্জামান। জানা যায়, অতিরিক্ত শিক্ষার্থী ভর্তির অভিযোগে ১৮ ফেব্রুয়ারি সিটি ইউনিভার্সিটির উপাচার্য (ভিসি) অধ্যাপক ড. শাহ ই-আলমকে তলব করেছিল আপীল বিভাগ। এরই ধারাবাহিকতায় তিনি আদালতে হাজির হয়ে ব্যাখ্যা দাখিলের পর জরিমানার আদেশ প্রদান করে আদালত। এর আগে এলএলবি কোর্সে প্রতি সেমিস্টারে ৫০ জনের বেশি শিক্ষার্থী ভর্তি করানো যাবে না মর্মে বিধান করে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)। কিন্তু সিটি ইউনিভার্সিটি থেকে ৫০ জনের বেশি শিক্ষার্থী বার কাউন্সিল পরীক্ষায় অংশ নেয়ার জন্য আবেদন করেন। তবে ৫০ জনের বেশি পরীক্ষা নিতে রাজি হয়নি বার কাউন্সিল। এরপর ২৫ শিক্ষার্থী হাইকোর্টে রিট দায়ের করে।
×