ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

ঝালকাঠিতে সিরিজ বোমা হামলায় দুজনকে যাবজ্জীবন

প্রকাশিত: ১৩:১৮, ২০ ফেব্রুয়ারি ২০২০

ঝালকাঠিতে সিরিজ বোমা হামলায় দুজনকে যাবজ্জীবন

নিজস্ব সংবাদদাতা, ঝালকাঠি, ১৯ ফেব্রুয়ারি ॥ সারাদেশে ২০০৫ সালের ১৭ আগস্ট সিরিজ বোমা হামলার ঘটনায় ঝালকাঠির বিশেষ ট্রাইব্যুনাল জজ আদালত-২ দুজনকে যাবজ্জীবন কারাদন্ড এবং অন্য একটি দন্ডবিধির ধারায় আরও ১০ বছরের সশ্রম কারাদন্ড প্রদান করেছে। বুধবার এই আদালতের বিচারক শেখ মোঃ তোফায়েল হাসান আসামিদের উপস্থিতিতে রায় ঘোষণা করেন। সাজাপ্রাপ্তরা হলেন, ঝালকাঠি শহরের বিকনা এলাকার জেএমবি সদস্য জিয়াউর রহমান জিয়া (৪০) এবং সদর উপজেলার বৈদারাপুর গ্রামের মোঃ ফরিদ (৩০)। ২০০৫ সালের ১৭ আগস্ট সকাল ১১টায় ঝালকাঠির উপজেলা পরিষদ, জেলা প্রশাসক কার্যালয়ের সামনে আইনজীবী সমিতির সামনে, জেলা জজ আদালতের সামনে এবং ঝালকাঠি প্রেস ক্লাবের সামনে ও বিকনা টেম্পো স্ট্যান্ডে সিরিজ বোমা ধারাবাহিকভাবে ২টা পর্যন্ত বিস্ফোরিত হয়। এই ঘটনায় তৎকালীন ঝালকাঠি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সোহরাব আলী বাদী হয়ে ২টি মামলা দায়ের করে। পুলিশ ২০০৬ সালের ২২ অক্টোবর একাধিক তদন্ত শেষে চার্জশীট দাখিল করে। আদালত ২০২০ সালের ১০ জুন চার্জ গঠন করে বিচার কার্যক্রম শুরু করে। আদালত ১৭ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ করে। ২টি দায়েরকৃত মামলার মধ্যে একটি মামলায় দোষী সাব্যস্ত করে এদের সাজা প্রদান করা হয়।
×