ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

স্বর্ণের দাম নিয়ে হতাশ ক্রেতারা

প্রকাশিত: ১০:১৬, ২১ ফেব্রুয়ারি ২০২০

 স্বর্ণের দাম নিয়ে হতাশ  ক্রেতারা

অর্থনৈতিক রিপোর্টার ॥ চলতি বছরে আবারও বাড়ল স্বর্ণের দাম। বছরের শুরুতেই দু’বার দাম বাড়ায়; হতাশ ক্রেতা ও বিক্রেতারা। বাংলাদেশ জুয়েলার্স সমিতি এ জন্য দুষছে, নতুন ভ্যাট আইনকে। এছাড়া, তাদের শঙ্কা, চীনে করোনাভাইরাসের প্রভাবে দাম আরও বাড়বে। জুয়েলার্স সমিতি জানায়, বুধবার থেকে ২২ ক্যারেট স্বর্ণের দাম ভরিতে এক হাজার ১৬৭ টাকা বাড়িয়ে ৬১ হাজার ৫২৮ টাকা করা হয়েছে। ২১ ক্যারেটে দাম নির্ধারণ করা হয়েছে ৫৯ হাজার ১৯৫ টাকা। এই দর দেশের ইতিহাসে সর্বোচ্চ। স্বর্ণের দাম বাড়ায় হতাশ ক্রেতারা। তারা বলছেন, বার বার দাম বাড়ায়, সাধারণ মানুষের হাতের নাগালে থাকবে না পণ্যটি। আর বিক্রেতারা জানান, দাম বাড়ায় বিক্রি কমছে তাদের। জুয়েলার্স সমিতি বলছে, বিশ্ববাজারে স্বর্ণের দর বাড়াও অন্যতম কারণ।
×