ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

ব্রেক্সিটে ইইউর বাজেট প্রস্তাবনায় জটিলতা

প্রকাশিত: ১০:১৬, ২১ ফেব্রুয়ারি ২০২০

 ব্রেক্সিটে ইইউর বাজেট প্রস্তাবনায় জটিলতা

অর্থনৈতিক রিপোর্টার ॥ ব্রেক্সিটের কারণে ইউরোপীয় ইউনিয়নের পরবর্তী বাজেট প্রস্তাবনায় জটিলতা দেখা দিতে পারে। বাজেট পরিকল্পনা ইস্যুতে বার্লিনে আয়োজিত সংবাদ সম্মেলনে এমন সতর্কাবার্তা দেন জার্মানির চ্যান্সেলর এ্যাঙ্গেলা মেরকেল। নতুন বাজেটের লক্ষ্যে ইইউ সদস্য দেশগুলোর প্রতিনিধিদের মধ্যে বৈঠক হবে বলে জানান তিনি। ইউরোপীয় পার্লামেন্টে নিজেদের বাজেট প্রস্তাবনা উপস্থাপনের জন্য সব দেশের অর্থমন্ত্রীদের আহ্বান জানান জার্মান চ্যান্সেলর। এ্যাঙ্গেলা মেরকেল বলেন, ইউরোপীয় বাজেটের বর্তমান ফ্রেমওয়ার্কের মেয়াদ শেষ হবে চলতি বছরেই। এ সময়ের মধ্যে নতুন ফ্রেমওয়ার্ক নির্ধারণ করতে হবে। যার মেয়াদ হবে ২০২৭ সাল পর্যন্ত।
×