ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

প্রতি জেলে পরিবারকে ৪০ কেজি ভিজিএফ চাল দেবে সরকার

প্রকাশিত: ১০:২৯, ২১ ফেব্রুয়ারি ২০২০

 প্রতি জেলে পরিবারকে ৪০ কেজি ভিজিএফ চাল দেবে সরকার

বিশেষ প্রতিনিধি ॥ ইলিশ শিকার না করার শর্তে প্রতি জেলে পরিবারকে ৪০ কেজি করে ভিজিএফ চাল দেবে সরকার। নিষেধাজ্ঞা চলাকালে ২০ জেলার দুই লাখ ৮০ হাজার ৯৬৩টি জেলে পরিবারকে এই মানবিক সহায়তা কর্মসূচীর আওতায় আনা হয়েছে। চলতি ফেব্রুয়ারি থেকে মার্চ মাসে এই চাল সহায়তা পাবেন জেলেরা। বিগত রবিবার এই বরাদ্দ অনুমোদন দিয়ে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় থেকে অফিস আদেশ জারি করা হয়েছে। প্রতিবছর ১ নবেম্বর থেকে ৩০ জুন পর্যন্ত ৮ মাস জাটকা (১০ ইঞ্চির চেয়ে ছোট ইলিশ) ধরা, পরিবহন এবং বিক্রি নিষিদ্ধ থাকে। এ মৌসুমেও একইভাবে গত নবেম্বর থেকে চলছে নিষেধাজ্ঞা, তা থাকবে ৩০ জুন পর্যন্ত। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, নিষেধাজ্ঞা চলাকালে ২০ জেলার ৯৬ উপজেলায় জেলেদের এ সহায়তার জন্য ২২ হাজার ৪৭৭ টন চাল প্রয়োজন হবে। অফিস আদেশে বলা হয়েছে, মানবিক সহায়তা কর্মসূচীর আওতায় চলতি ২০১৯-২০ অর্থবছরে জাটকা আহরণে নিষেধাজ্ঞা চলাকালে ভিজিএফের এই চাল বিতরণ করা হবে।
×