ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

উবাচ

প্রকাশিত: ১০:৩৫, ২১ ফেব্রুয়ারি ২০২০

 উবাচ

ঘুম ভাঙ্গে না স্টাফ রিপোর্টার ॥ ভোটের দিন মানেই ছুটির দিন। ছুটি দেয়া হয় যেন সবাই নির্বিঘ্নে ভোট দিতে পারে, সে জন্যই। কিন্তু ছুটির সকালে কে আর ঘুম থেকে ওঠে। একটু আয়েশ করে ঘুমিয়ে তবেই না ভোট। সম্প্রতি হয়ে যাওয়া সিটি কর্পোরেশন নির্বাচনে সকাল ৮টায় ভোট শুরুর পর কোন কেন্দ্রেই ভোটারদের খুঁজে পাওয়া যায়নি। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোটার উপস্থিতি কিছুটা বেড়েছে বটে। এজন্য নির্বাচন কমিশন ভোটের সময় কিছুটা পিছিয়ে দিয়েছে। চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে ভোট গ্রহণ শুরু হবে সকাল নটা থেকে। নির্বাচন কমিশনের সিনিয়র সচিব মোঃ আলমগীর বলেছেন, ৮টায় ঘুম থেকে উঠে না। এ জন্য ভোটারদের সুবিধার্থে ভোটগ্রহণ সকাল ৯টা থেকে ৫টা করা হয়েছে। এত সুবিধা দেয়ার পরও যদি ভোটাররা না যান তো নির্বাচন কমিশনের আর কিইবা করার আছে। ভোট দিতে যাবেন ছুটি দিছে। ছুটির দিন ঘুমাবেন, ভোট পিছাইছে আর কি চায় ভোটাররা। কেন সব আয়োজনের পর ভোটাররা আসছে না জানতে চাওয়া হলে নির্বাচন কমিশন সচিব বলেছেন, যারা আসেনি এটা তারাই ভাল বলতে পারবেন। চুপি চুপি প্যারোল স্টাফ রিপোর্টার ॥ খালেদা জিয়ার জামিন চাইছে বিএনপি। এতদিন বেগম খালেদা জিয়ার কারামুক্তির বিষয়ে সিরিয়াস না হলেও এবার বিএনপি সিরিয়াস। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক সড়ক এবং সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের কাছে ফোন করে বেগম জিয়ার প্যারোলে জামিনের বিষয় নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে আলোচনা করতে বলেছেন। বিষয়টি জানাজানি হলে যথারীতি মির্জা ফখরুল বলেছেন- তিনি প্যারোলের বিষয়ে কথা বলেননি। বিষয়টি কি চুপি চুপি চাইলাম আর দিয়ে দেবে এমন! ওবায়দুল কাদের এ প্রসঙ্গে বলেন, মির্জা ফখরুল আমার সঙ্গে কথা বলেছেন এবং সেটির রেকর্ড আছে। আমি আর নিচে যেতে চাই না। উনি নিজেকে কেন নিচে নিয়ে যাচ্ছেন? প্যারোলে মুক্তির বিষয়ে কোন আলোচনা হয়েছে কিনা জানতে চাইলে ফখরুল মঙ্গলবার সাংবাদিকদের বলেন, প্যারোল নিয়ে কোন কথা তিনি বলেননি। ফখরুলের ওই দাবির বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে ওবায়দুল কাদের বলেন, মিথ্যা কথা কেন বলব? মির্জা ফখরুল সাহেব আমাকে ফোন করেছেন। ফোন করে অনুরোধ করেছেন বেগম জিয়ার মুক্তির ব্যাপারে মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে একটু কথা বলার জন্য। আমাকে তিনি বলেছেন, আমি প্রধানমন্ত্রীকে বিষয়টি জানিয়েছি। অসত্য কথা আমি কেন বলব? এখন তিনি কি প্রমাণ করতে চান যে তিনি আমাকে অনুরোধ করেননি? তাহলে কিন্তু প্রমাণ দিয়ে দেব। কারণ, টেলিফোনে যে সংলাপ, সেটি তো আর গোপন থাকবে না। সভ্য কাঁঠাল স্টাফ রিপোর্টার ॥ এখন কাঁঠালের আকার কেমন। যে কেউ বলে দেবেন অসভ্য। কারণ দেশের পরিকল্পনামন্ত্রী বলেছেন, কাঁঠালের আকারকে সভ্য করতে হবে। ছোট আকারের কাঁঠালের জাত উদ্ভাবনের জন্য গবেষণা চালাতে কৃষি গবেষকদের পরামর্শ দিয়েছেন পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান। প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী বলেন, এখন কাঁঠালের আকার অনেক বড় হওয়ায় প্রায় ৪০ শতাংশ নষ্ট হয়ে যাচ্ছে। আপনারা কাঁঠালের আকারটা আরেকটু ছোট কীভাবে করা যায়, তা গবেষণা করতে পারেন। কাঁঠালের আকার সিভিলাইজড (সভ্য) করেন।
×