ঢাকা, বাংলাদেশ   বুধবার ১৭ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

পাঁচ দফা দাবিতে ঢামেক হাসপাতালে বিক্ষোভ

প্রকাশিত: ১০:৩৬, ২১ ফেব্রুয়ারি ২০২০

 পাঁচ দফা দাবিতে ঢামেক হাসপাতালে বিক্ষোভ

স্টাফ রিপোর্টার ॥ ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে আউটসোর্সিংয়ের মাধ্যমে নিয়োগ বন্ধ, শূন্যপদে নিয়োগ ও পদোন্নতিসহ ৫ দফা দাবিতে বিক্ষোভ কর্মসূচী পালন করেছে তৃতীয় ও চতুর্থ শ্রেণীর কর্মচারী সমিতি সমন্বয় পরিষদ। এ সময় প্রশাসনিক কার্যক্রম দুই ঘণ্টা বন্ধ থাকে। প্রত্যক্ষদর্শীরা জানান, বৃহস্পতিবার সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত তারা এই কর্মসূচী পালন করে। এদিন সকাল ১০টা থেকে প্রশাসনিক ব্লকে জড়ো হতে থাকে কর্মচারীরা। এ সময় পরিচালকের কক্ষসহ সব কর্মকর্তা ও অফিসের কক্ষ বন্ধ হয়ে যায়। বিক্ষোভ সমাবেশে বক্তৃতা করেন ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের ৩য় ও ৪র্থ শ্রেণী কর্মচারী সমিতি সমন্বয় পরিষদের সভাপতি মোঃ আবু সাঈদ মিয়া। তিনি জানান, সরকারী হাসপাতালে আউটসোর্সিংয়ের মাধ্যমে জনবল নিয়োগ বন্ধ করতে হবে। তৃতীয় ও চতুর্থ শ্রেণীর সব পদে রাজস্ব খাতে নিয়োগ দিতে হবে। ডিপিসির মাধ্যমে পদোন্নতি যোগ্য শূন্যপদে দ্রুত পদোন্নতি দিতে হবে। তিনি জানান, আমরা পরিচালকের সঙ্গে বারবার আলোচনার জন্য বসতে চেয়েছি। কিন্তু তিনি আমাদের সঙ্গে কোন আলোচনা করেননি। বরং গত ৫ ফেব্রুয়ারি বেশকিছু দৈনিক পত্রিকায় আউটসোর্সিংয়ের মাধ্যমে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেন। এর আগে ১০ ফেব্রুয়ারিও বিক্ষোভ হয়। সেখান থেকে ঘোষণা দেয়া হয় যে, ২০ ফেব্রুয়ারি হাসপাতাল প্রাঙ্গণে ১০টা থেকে ১২টা পর্যন্ত বিক্ষোভ মিছিল করা হবে। এবং আগামী ২৩ থেকে ২৫ ফেব্রুয়ারি তিনদিন ঢাকা মহানগরের সব সরকারী হাসপাতাল ও স্বাস্থ্য শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত কর্মচারীদের বিক্ষোভ মিছিল ও সমাবেশ পালন করা হবে। এ সময়ের মধ্যে দাবি না মানলে আরও কঠোর কর্মসূচীর হুঁশিয়ারি দেন তারা। কর্মচারী সমিতি সমন্বয় পরিষদের সভাপতি আবু সাঈদ বলেন, ‘কর্তৃপক্ষ আমাদের শুধু আশ্বাস দিয়ে যাচ্ছে। এটা আমাদের রুটি রুজির বিষয়। আমরা শুধু আশ্বাসের বাণী শুনি। কিন্তু কোন কাজ হয় না। চলমান প্রক্রিয়া যদি বহাল থাকে, তাহলে যারা এ প্রক্রিয়া চালাচ্ছে তাদের দায়ী থাকতে হবে। বিক্ষোভ সমাবেশে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- বাংলাদেশ চতুর্থ শ্রেণীর সরকারী কর্মচারী কেন্দ্রীয় সমিতির সভাপতি এম এ হান্নান, তৃতীয় শ্রেণী কর্মচারী কল্যাণ সমিতির সভাপতি এস এম আব্দুর রব, সাধারাণ সম্পাদক মোঃ মজিবুর রহমান খান ও বাংলাদেশ নার্সেস এ্যাসোসিয়েশন ঢাকা মেডিক্যাল শাখার সাধারণ সম্পাদক মোঃ আসাদুজ্জামান জুয়েল প্রমুখ।
×