ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

বিপিএল ফুটবল

শেখ রাসেলকে রুখে দিল রহমতগঞ্জ

প্রকাশিত: ১০:৪৬, ২১ ফেব্রুয়ারি ২০২০

 শেখ রাসেলকে রুখে দিল রহমতগঞ্জ

স্পোর্টস রিপোর্টার ॥ ঢাকা বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত বাংলাদেশ প্রিমিয়ার লীগ ফুটবলে দ্বিতীয় ম্যাচে শেখ রাসেল ক্রীড়া চক্র লিমিটেডকে আতিথ্য দিয়েছিল এবারের ফেডারেশন কাপের রানার্সআপ রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস সোসাইটি। খেলায় কেউ জেতেনি, কেউ হারেওনি। আবার কেউ গোলও করেনি। অর্থাৎ গোলশূন্য ড্র। কোচ সাইফুল বারী টিটু এবং সৈয়দ গোলাম জিলানীর প্রথম লেগের লড়াইটাও আপাতত অমীমাংসিত হয়ে থাকল। গত লীগে দু’বারের মোকাবেলায় রহমতগঞ্জের বিরুদ্ধে একবার জিতেছিল রাসেল (২-০)। ড্র করেছিল আরেক ম্যাচে (২-২)। চলমান লীগে নিজেদের প্রথম ম্যাচে ‘জায়ান্ট কিলার’ খ্যাত রহমতগঞ্জ ০-১ গোলে হেরেছিল সাইফ স্পোর্টিং ক্লাবের কাছে। পক্ষান্তরে নিজেদের প্রথম ম্যাচে ‘বেঙ্গল ব্লুজ’ খ্যাত রাসেল ১-১ গোলে ড্র করেছিল ব্রাদার্স ইউনিয়ন লিমিটেডের সঙ্গে। ফলে টানা দুই খেলায় ড্র বা পয়েন্ট নষ্ট করল ২০১২ মৌসুমের লীগ শিরোপাধারী শেখ রাসেল। আর দ্বিতীয় ম্যাচে এসে প্রথম পয়েন্টের মুখ দেখল ১৯৭৭ সালের লীগ চ্যাম্পিয়ন রহমতগঞ্জ। খেলায় দুই দলই আক্রমণ পাল্টা আক্রমণ করে খেলে। কিন্তু প্রতিবারই রক্ষণভাগের দৃঢ়তা এবং আক্রমণভাগের ব্যর্থতায় উভয় দলেরই গোল প্রচেষ্টা ব্যর্থ হয়। একসময় রেফারি ভুবন মোহন তরফদার খেলা শেষের বাঁশি বাজালে পয়েন্ট ভাগাভাগি করেই সন্তুষ্ট থাকতে হয় দু’দলকে।
×