ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

বাংলাদেশ-জিম্বাবুইয়ে টেস্ট শুরু কাল

প্রকাশিত: ১০:৪৭, ২১ ফেব্রুয়ারি ২০২০

 বাংলাদেশ-জিম্বাবুইয়ে টেস্ট শুরু কাল

স্পোর্টস রিপোর্টার ॥ বাংলাদেশ ও জিম্বাবুইয়ের মধ্যকার একমাত্র টেস্টটি শুক্রবার শুরু হবে। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে এই ম্যাচটি দিয়ে দুই দলের মধ্যকার এক টেস্ট, তিন ওয়ানডে ও দুই টি২০ ম্যাচের সিরিজ মাঠে গড়াবে। এ সিরিজের মধ্য দিয়ে নতুনভাবে শুরু করার প্রত্যাশা করছেন বাংলাদেশ দলের ক্রিকেটাররা। টানা টেস্ট হারতে থাকা বাংলাদেশ দলের ক্রিকেটাররা নিজেদের মধ্যে বসে নতুন শুরুর প্রতিজ্ঞা করেছেন। শুক্রবার টেস্টের বল গড়ানোর মধ্য দিয়েই যার শুরু হবে। বাংলাদেশ দলের ওপেনার সাইফ হাসান এ নিয়ে বৃহস্পতিবার অনুশীলন শেষে বলেছেন, ‘শেষ (পাকিস্তানের বিরুদ্ধে) টেস্ট হারের পর আমরা সবাই বসেছিলাম। তো ওখানে আমরা সবাই নতুন করে শুরু করার চেষ্টা করছি। পরিকল্পনা করার চেষ্টা করছি কিভাবে আরও ভাল করা যায়। ছোট ছোট জিনিস থেকে আমরা শুরু করতে যাচ্ছি। আশাকরি সামনের টেস্ট থেকে এটা শুরু হবে। ভাল একটা ফলাফল সামনে পেতে থাকব আশাকরি।’ গত বছর থেকে টানা টেস্টে হেরেই চলেছে বাংলাদেশ দল। টানা ছয়টি টেস্টে এখন পর্যন্ত হার হয়েছে। এরমধ্যে পাঁচটি টেস্টেই আবার ইনিংস হার হয়েছে। নিউজিল্যান্ডের বিরুদ্ধে দুটি ও ভারতের বিরুদ্ধে দুটি টেস্টে গত বছর ইনিংস হার হওয়ার পর এ বছর পাকিস্তানের বিরুদ্ধে প্রথম টেস্টেও ইনিংস হার হয়েছে। মাঝপথে গত বছর আফগানিস্তানের বিরুদ্ধে একটি টেস্টেও বড় ব্যবধানে হার হয়েছে। টেস্টে শুধু লজ্জাই সঙ্গী হচ্ছে বাংলাদেশ দলের। তা হচ্ছে ব্যাটসম্যানদের ব্যর্থতার জন্যই। ব্যাটসম্যানরা নিজেদের মেলে ধরতে পারছেন না। সাইফ হাসান এখন পর্যন্ত একটি মাত্র টেস্ট খেলেছেন। পাকিস্তানের বিরুদ্ধে রাওয়ালপিন্ডি টেস্টে অভিষেক হয় তার। প্রথম ইনিংসে রানের খাতা খোলার আগেই আউট হয়ে যান। অভিষেক ইনিংসেই ব্যর্থতা সঙ্গী হয়। দ্বিতীয় ইনিংসেও ১৬ রানের বেশি করতে পারেননি। অভিষেক টেস্টটিই ভাল যায়নি। এরপরও তামিম ইকবালের ওপেনিং সঙ্গী হিসেবে সাইফকেই বেছে নেয়া হয়েছে। কারণ তার ভবিষ্যত উজ্জ্বল। আর এক টেস্টে তার পারফর্মেন্স বিবেচনা করেই তো আর বাদ দেয়া যায় না। সাইফকে তাই সুযোগ করে দেয়া হয়েছে। এখন জিম্বাবুইয়ের বিরুদ্ধে একমাত্র টেস্টটিতে কেমন করেন সাইফ, সেদিকেই সবার নজর থাকবে। জিম্বাবুইয়ের বিরুদ্ধে টেস্টে খেলতে নামার আগে নিজের এবং দলের প্রস্তুতি খুব ভাল হয়েছে বলেই মনে করছেন সাইফ। তিনি বলেছেন, ‘প্রস্তুতি আমাদের খুব ভাল। দুইদিন ধরে আমরা অনুশীলন করছি। এর আগেও সবাই যার যার মতো প্রস্তুত হচ্ছি। যে যেখানে খেলতে গিয়েছিল, যার যার মতো প্রস্তুত হচ্ছে। আশাকরি ভাল কিছু হবে।’ টেস্ট ক্রিকেট যে এতটা সহজ নয় তা বুঝতে পারছেন সাইফ। জিম্বাবুইয়েকেও ছোট করে দেখার সুযোগ নেই বলেই জানিয়েছেন, ‘এতটা সহজ হবে না। কিন্তু এই লেভেলে আসার জন্যই সবকিছু করা।
×