ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

সেই আটালান্টা লিখে চলেছে রূপকথা

প্রকাশিত: ১০:৪৯, ২১ ফেব্রুয়ারি ২০২০

 সেই আটালান্টা লিখে চলেছে রূপকথা

স্পোর্টস রিপোর্টার ॥ নিজেদের ইতিহাসে এবার প্রথমবারের মতো উয়েফা চ্যাম্পিয়ন্স লীগে খেলছে আটালান্টা। ইতালিয়ান ক্লাবটির শুরুটা মোটেও সুখকর ছিল না। গ্রুপপর্বে প্রথম তিন ম্যাচেই হেরেছিল। এরপর শুরু ঘুরে দাঁড়ানোর। দারুণ মুন্সিয়ানা দেখিয়ে গ্রুপপর্বের গন্ডি পেরিয়ে কোচ জিয়ান পিয়েরো গাসপিরিনির দল উঠে আসে নকআউট রাউন্ড অর্থাৎ শেষ ষোলোয়। সেখানেও রূপকথার গল্প লিখছে দলটি। বুধবার রাতে প্রথম লেগের ম্যাচে স্প্যানিশ ক্লাব ভ্যালেন্সিয়ার জালে গোলোৎসব করেছে তারা। অপ্রতিরোধ্য আটালান্টার জয়ের ব্যবধান ৪-১ গোলে। বিশাল এই জয়ে কোয়ার্টার ফাইনালে এক পা দিয়ে ফেলেছে ইতালিয়ান ক্লাবটি। আর বিদায় দেখছে ভ্যালেন্সিয়া। আরেক ম্যাচে ঘরের মাঠ লন্ডনের টটেনহ্যাম হটস্পার স্টেডিয়ামে অতিথি জার্মান ক্লাব আরবি লাইপজিগের কাছে ১-০ গোলে হেরেছে জোশে মরিনহোর দল। ম্যাচের ৫৮ মিনিটে পেনাল্টি থেকে লাইপজিগের হয়ে জয়সূচক গোলটি করেন জার্মান স্ট্রাইকার টিমো ওয়ার্নার। ঘরের মাঠে তেমন পাত্তাই পায়নি টটেনহ্যাম। ফ্রান্সের বিশ্বকাপ জয়ী গোলরক্ষক হুগো লরিস দুর্দান্ত কিছু সেভ না করলে বড় হারের লজ্জাই পেতে হতো স্পার্সদের। দারুণ জয়ের ম্যাচটি নিজেদের মাঠ জিউয়িস স্টেডিয়ামে খেলতে পারেনি আটালান্টা। খেলতে হয়েছে সানসিরো স্টেডিয়ামে। নিজেদের স্টেডিয়ামটি উয়েফা আইনানুযায়ী সকল সুযোগ-সুবিধা পরিপূর্ণ করতে না পারায় ধার করা মাঠে খেলেছে আটালান্টা। তবে মাঠে উপস্থিত প্রায় ৪৫ হাজার দর্শকের সমর্থনে মনে হয়েছে নিজেদের মাঠেই খেলেছেন ইলিসিচ-হেটবোয়াররা। প্রথমার্ধের প্রায় পুরোটাই টুর্নামেন্টে অভিষিক্ত দলটির দখলে ছিল। ম্যাচের আট মিনিটে প্রথম সুযোগ পান আটালান্টার ক্রোয়েট মিডফিল্ডার মারিও পাসালিচ। কিন্তু ভ্যালেন্সিয়া গোলরক্ষক জাউমে ডোমেনেচ দারুণ দক্ষতায় কর্নারের বিনিময়ে প্রতিহত করেন। ম্যাচের ১৬ মিনিটে আলেজান্দ্রো গোমেজের ক্রস থেকে ডাচ উইং-ব্যাক হ্যানস হেটবোয়ারের গোলে এগিয়ে যায় স্বাগতিকরা। মৌসুমে এটি হেটবোয়ারের প্রথম গোল। ম্যাচের ৩০ মিনিটে ফেরান টোরেসের শট পোস্টে লেগে প্রতিহত হলে সমতা ফেরানো হয়নি ভ্যালেন্সিয়ার। ৪২ মিনিটে পাসালিচের পাস থেকে জোসিপ ইলিসিচের জোরালো শটে আটালান্টাকে দ্বিতীয় গোল উপহার দেন। বিরতির পর গাসপেরিনির দলের তৃতীয় গোলে ম্যাচের ভাগ্য অনেকটাই নির্ধারিত হয়ে যায়। ৫৭ মিনিটে স্বাগতিকদের হয়ে তৃতীয় গোলটি করেন সুইস মিডফিল্ডার ফ্রেউলার। পাঁচ মিনিট পর হেটবোয়ার নিজের দ্বিতীয় গোল করলে আটালান্টার চ্যাম্পিয়ন্স লীগে দারুণ রেকর্ড হয়ে যায়। ইউরোপ সেরার আসরে প্রথম মৌসুমে খেলতে নেমেই দলটি ইতোমধ্যে ১২টি গোল করেছে। মজার বিষয় হচ্ছে গোলগুলো করেছেন ১০ জন ভিন্ন ফুটবলার। এমন নজির চ্যাম্পিয়ন্স লীগে আর কোন দলের নেই। ম্যাচের ৬৬ মিনিটে রাশান উইঙ্গার ডেনিস চেরিশেভ ভ্যালেন্সিয়ার হয়ে সান্ত¡নার এক গোল পরিশোধ করেন।
×