ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ক্রিকেটে ‘অস্কার’ পেলেন সাকিব

প্রকাশিত: ১০:৪৯, ২১ ফেব্রুয়ারি ২০২০

  ক্রিকেটে ‘অস্কার’ পেলেন সাকিব

স্পোর্টস রিপোর্টার ॥ ক্রিকেটে ‘অস্কার’ জিতে নিয়েছেন বাংলাদেশ অলরাউন্ডার সাকিব আল হাসান। ক্রিকেট থেকে এক বছরের জন্য নিষিদ্ধ হয়ে আছেন সাকিব। এরপরও তিনি যে কীর্তি গড়ে রেখেছেন, তার জন্যই সম্মান পেয়ে চলেছেন। বৃহস্পতিবার তিনি ক্যারিবিয়ান প্রিমিয়ার লীগের (সিপিএল) অস্কার জিতেছেন। সিপিএলে এখন পর্যন্ত ‘সেরা বোলিং স্পেলের’ জন্যই এই ‘অস্কার’ জিতেছেন সাকিব। সিপিএলে সেরা কীর্তিকে সম্মানিত করা পুরস্কারকেই ‘অস্কার’ নাম দেয়া হয়েছে। যেখানে সেরা বোলিং ফিগারের রেকর্ডধারী হিসেবে অস্কার জিতেছেন সাকিব। বাংলাদেশী অলরাউন্ডার এই টুর্নামেন্টের ইতিহাসের সেরা স্পেলের কারণে বোলিং ক্যাটাগরিতে জিতেছেন এই পুরস্কার। সাত বছর আগে ২০১৩ সালে ক্যারিবিয়ান প্রিমিয়ার লীগের প্রথম আসরে বার্বাডোজ ট্রাইডেন্টসের হয়ে খেলে সেরা স্পেল করেন সাকিব। ত্রিনবাগো নাইট রাইডার্সের বিরুদ্ধে বল হাতে দ্বিতীয় ম্যাচেই রেকর্ড গড়েন তিনি। ৪ ওভারে মাত্র ৬ রান দিয়ে নেন রেকর্ড ৬ উইকেট। সিপিএলের ইতিহাসে এখনও সেটি সেরা বোলিং স্পেল। সেদিন একে একে তিনি ফেরান রস টেলর (১১), ডোয়াইন ব্রাভো (৫), কেভিন ও’ব্রায়েন (৯), নিকোলাস পুরান (০), কেভিন কুপার (০) ও স্যামুয়েল বার্দিকে (১)। তার বোলিং তোপে প্রতিপক্ষ মাত্র ৫২ রানে অলআউট হয়েছিল। ম্যাচসেরা হয়েছিলেন সাকিব। সিপিএল অস্কারে সাকিবের সেই জাদুকরী স্পেলের জন্য তাকে পুরস্কৃত করা হয়েছে। ক্যারিবিয়ান প্রিমিয়ার লীগের ভেরিফায়েড পেইজে পুরস্কার ঘোষণার পর সাকিবের সেই বোলিং স্পেলের ভিডিও প্রকাশ করা হয়েছে।
×