ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

সেনাবাহিনীর উদ্যোগে গুইমারায় বইমেলা

প্রকাশিত: ১০:৫২, ২১ ফেব্রুয়ারি ২০২০

 সেনাবাহিনীর উদ্যোগে গুইমারায়  বইমেলা

পার্বত্যাঞ্চল প্রতিনিধি, খাগড়াছড়ি ॥ গুইমারায় সেনাবাহিনীর উদ্যোগে শুরু হয়েছে তিন দিনব্যাপী অমর একুশে বইমেলা। বৃহস্পতিবার সকালে গুইমারা উচ্চ বিদ্যালয়ের মাঠে সেনাবাহিনীর সিন্দুকছড়ি জোন ও উপজেলা প্রশাসন আয়োজিত বই মেলার উদ্বোধন করেন গুইমারা রিজিয়নের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ শাহরিয়ার জামান। উদ্বোধনী অনুষ্ঠানের আলোচনা সভায় বক্তারা বলেন, বাঙালী জাতি ছাড়া পৃথিবীর আর কোন জাতিকে নিজের মাতৃভাষার জন্য প্রাণ দিতে হয়নি। বহু শহীদের আত্মত্যাগে অর্জিত বাংলা ভাষার সম্মান রক্ষায় সকলকে সজাগ থাকার আহ্বান করেন বক্তারা। এ সময় গুইমারা উপজেলা পরিষদ চেয়ারম্যান উশেপ্রু মারমাসহ সামরিক বেসামরিক পদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বইমেলায় স্থানীয় লাইব্রেরি ও শিক্ষাপ্রতিষ্ঠান ছাড়াও চট্টগ্রামের বিভিন্ন প্রকাশনা প্রতিষ্ঠান অংশগ্রহণ করে। আগামী ২২ ফেব্রুয়ারি শেষ হবে তিন দিনব্যাপী অমর একুশে বইমেলা। এর আগে সেনাবাহিনীর গুইমারা রিজিয়নের রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ শাহরিয়ার জামান মুজিববর্ষ উদযাপনের অংশ হিসেবে ভাষা শহীদদের স্মরণে খাগড়াছড়ির গুইমারা সরকারী কলেজে নবনির্মিত একটি সুদৃশ্য শহীদ মিনারের ফলক উন্মোচন করেন। এ সময় ১৪ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি সিন্দুকছড়ি জোন অধিনায়ক লে. কর্নেল কাজী মোঃ কাওসার জাহান, সাবজোন কমান্ডার মেজর জুনায়েদ বিন কবির, গুইমারা উপজেলা পরিষদের চেয়ারম্যান উশেপ্রু মারমা, উপজেলা নির্বাহী অফিসার তুষার আহমেদ, মহিলা ভাইস চেয়ারম্যান ঝর্ণা ত্রিপুরা, গুইমারা উপজেলা আওয়ামী লীগ সভাপতি মোঃ জাহাঙ্গীর আলম, সাধারণ সম্পাদক মেমং মারমা, গুইমারা সরকারী কলেজের অধ্যক্ষ মোঃ নাজিম উদ্দিন, হাফছড়ি ইউপি চেয়ারম্যান চাইথোয়াই চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন।
×