ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

বগুড়ায় প্রতিপক্ষের হামলায় ব্যবসায়ী নিহত

প্রকাশিত: ১০:৫৬, ২১ ফেব্রুয়ারি ২০২০

বগুড়ায় প্রতিপক্ষের  হামলায় ব্যবসায়ী  নিহত

স্টাফ রিপোর্টার, বগুড়া অফিস ॥ বগুড়ার লাহেড়িপাড়া ইউনিয়নে বৃহস্পতিবার সকালে প্রতিপক্ষের হামলায় আপেল মাহমুদ (৩৬) নিহত হয়েছে। এ সময় তার ভাই ইউনিয়ন বিএনপির কর্মী আল মামুনের (৪০) দুই হাতের কব্জি পর্যন্ত রাম দা দিয়ে কোপানো হয়। তাকে বগুড়া শজিমেক হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত, নিহত ও হামলাকারীরা দু’ পক্ষই স্বেচ্ছাসেবক দল ও বিএনপির সঙ্গে জড়িত। তাদের মধ্যে দীর্ঘ দিন ধরে এলাকায় বিরোধ চলছিল। ইতিপূর্বে প্রাণনাশের হুমকি দেয়া হয়েছিল বলে নিহত ব্যক্তির পরিবারের পক্ষ থেকে বলা হয়েছে। পারিবারিক সূত্র জানায়, বগুড়া সদরের গোকুল ইউনিয়নের পলাশবাড়ি এলাকার মৃত মান্নানের ছেলে আপেল ও আল মামুন ভেড়া এবং ছাগল কেনাবেচার ব্যবসা করত মামুন ইউনিয়ন বিএনপির কর্মী। তাদের সঙ্গে ওই এলাকার মিজান গ্রুপের বিরোধ ছিল। মিজান গোকুল ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি। বুধবার দুপুরে মিজান গ্রুপের একজন দুই ভাইয়ের নিকট কয়েকটি ভেড়া বিক্রির প্রস্তাব দেয়। সে অনুযায়ী বৃহস্পতিবার সকাল ৮টার দিকে মোবাইল ফোনে বাড়ি থেকে তাদের ডেকে নেয়া হয়। টাকা নিয়ে দুই ভাই অটোরিক্সায় প্রথমে মহাস্থান সংলগ্ন এলাকায় যান। সেখান থেকে একটি মোটরসাইকেলে তাদের লাহেড়িপাড়ার বুজরুকমাঝিড়া এলাকার একটি লিচুর বাগানে ভেড়া দেখাতে নিয়ে যায় । সেখানে আগে থেকেই ১০/১২ জন লুকিয়ে ছিল। অপেল ও আল মামুন সেখানে পৌঁছামাত্র তাদের ওপর ধারাল অস্ত্র নিয়ে হামলা চালানো হয়। এ সময় উপর্যুপরি ছুরিকাঘাতে আপেল মাহমুদ ঘটনাস্থলেই মারা যান। তার ভাই আল মামুনের দুই হাত বেঁধে ইটের ওপর রেখে কব্জি পর্যন্ত কুপিয়ে হামলাকারীরা চলে যায়। পরে আশপাশের লোকজন এগিয়ে এসে আহতকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।
×