ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

অধ্যাপককে কটূক্তি ॥ প্রতিবাদে মানববন্ধন

প্রকাশিত: ১০:৫৭, ২১ ফেব্রুয়ারি ২০২০

 অধ্যাপককে কটূক্তি ॥  প্রতিবাদে মানববন্ধন

স্টাফ রিপোর্টার, দিনাজপুর ॥ দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) অধ্যাপক ড. ফাহিমা খানমকে গালিগালাজকারী গাড়ি চালক জাহাঙ্গীর আলমের বিচার দাবিতে অবস্থান, মানববন্ধন ও কুশপুতুল দাহ করেছে সচেতন প্রতিবাদী নারীকণ্ঠ। এ ব্যাপারে প্রশাসনের কাছে বিচার চেয়ে একটি লিখিত অভিযোগও দিয়েছেন অধ্যাপক ড.ফাহিমা খানম। বৃহস্পতিবার দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে তারা এই কর্মসূচী পালন করেন। এ সময় শিক্ষার্থীরা গাড়ি চালক জাহাঙ্গীর আলমের কালোহাত ভেঙ্গে দাও-গুঁড়িয়ে দাও, জাহাঙ্গীর আলমের দুই গালে, জুতা মার তালে তালে ইত্যাদি স্লোগান দিতে থাকে। মানববন্ধনে বক্তারা বলেন, দেশের প্রধানমন্ত্রী নারী, দেশের স্পীকার নারী সেখানে বিশ্ববিদ্যালয়ের একজন সম্মানিত সিনিয়র শিক্ষক, রিজেন্ট বোর্ডের সদস্য, পোস্ট গ্র্যাজুয়েট স্টাডিজ অনুষদের ডিন ও অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. ফাহিমা খানমকে একজন গাড়ি চালক কিভাবে গালিগালাজ করার সাহস পায়। ঐ কর্মচারী শুধু একজন শিক্ষককেই অপমান করেনি, পুরো নারী সমাজকে অপমানিত করেছেন। যেখানে বর্তমান সরকার কর্মক্ষেত্রে নারীর সর্বোচ্চ মর্যাদা ও নিরাপত্তা নিশ্চিতের ওপর জোর দিয়ে যাচ্ছেন সেখানে বিশ্ববিদ্যালয়ের মতো একটি জায়গায় থেকে একজন সিনিয়র নারী শিক্ষককে এভাবে লাঞ্ছিত হতে হবে, আমরা তা কোনভাবেই মেনে নিতে পারব না ।
×