ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

প্রকৌশলী ও আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে মামলা

প্রকাশিত: ১০:৫৮, ২১ ফেব্রুয়ারি ২০২০

 প্রকৌশলী ও আওয়ামী লীগ নেতার   বিরুদ্ধে মামলা

নিজস্ব সংবাদদাতা, ফরিদপুর, ২০ ফেব্রুয়ারি ॥ ফরিদপুরে এক আওয়ামী. লীগ নেতা ও এক প্রকৌশলীর বিরুদ্ধে মামলা দায়ের করেছেন দুর্নীতি দমন কমিশন (দুদক) সমন্বিত ফরিদপুর কার্যালয়। বৃহস্পতিবার বিকেল ৩টার দিকে ফরিদপুরের বিশেষ জেলা জজ সেলিম মিয়ার আদালতে মামলাটি দায়ের করে দুদকের সহকারী পরিচালক কমলেশ মন্ডল। দুদকের দায়ের করা মামলার আসামি দুজন হলেন, ফরিদপুরের ভাঙ্গা উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এ কে এম আকতারুজ্জামান ওরফে রাজা এবং ভাঙ্গা উপজেলা প্রকৌশলী (বর্তমানে এলপিআরে) প্রদীপ কুমার মিত্র। পরস্পর যোগসাজশে ক্ষমতার অপব্যবহার করে জাল জালিয়াতির মাধ্যমে তৈরিকৃত ডকুমেন্টকে খাঁটি হিসেবে দাবি করে প্রকৃত ঠিকাদার মেসার্স ফয়সাল এন্টারপ্রাইজের প্রোপাইটর ফায়জুর রহমানকে তার বাস্তবায়নকৃত প্রকল্পের টাকা না দিয়ে নিজেরা পরস্পর দুই লাখ ৮৬ হাজার ৮৭২ টাকা আত্মসাত করেছেন। ২০১৭ সালের ১৯ জুন ভাঙ্গা উপজেলা প্রকৌশলী ও উপজেলা হিসাবরক্ষণ কার্যালয়ে এ অপরাধ সংঘটিত হয়। দুদক সূত্রে জানা যায়, উপজেলা প্রকৌশলী জাল জালিয়াতির মাধ্যমে তৈরিকৃত ডকুমেন্টকে খাঁটি হিসেবে দাবি বিল পাস করে উপজেলা হিসাব রক্ষণ কার্যালয়ে পাঠায় এবং সেখান থেকে ওই টাকা গ্রহণ করেন ভাঙ্গা উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এ কে এম আকতারুজ্জামান।
×