ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

লন্ডনের মসজিদে মুয়াজ্জিনকে ছুরিকাঘাতে হত্যাচেষ্টা

প্রকাশিত: ০০:০০, ২১ ফেব্রুয়ারি ২০২০

লন্ডনের মসজিদে মুয়াজ্জিনকে ছুরিকাঘাতে হত্যাচেষ্টা

অনলাইন ডেস্ক ॥ যুক্তরাজ্যের রাজধানী লন্ডনের রিজেন্ট পার্ক মসজিদে ঢুকে রাফাত মাকলাদ (৭০) নামে এক মুয়াজ্জিনকে ছুরিকাঘাতে হত্যার চেষ্টা চালানো হয়েছে। বৃহস্পতিবার স্থানীয় সময় বিকালে এই হামলার ঘটনা ঘটে। এ সময় মসজিদে নামাজ পড়তে আসা অন্য মুসল্লিরা তাৎক্ষণিকভাবে হামলাকারী এক শ্বেতাঙ্গকে আটক করে পুলিশে সোপর্দ করেন। ২৯ বছর বয়স্ক ওই যুবকের বিস্তারিত পরিচয় প্রকাশ করেনি লন্ডন মেট্রোপলিটন পুলিশ। আহত মুয়াজ্জিনের মৃত্যুঝুঁকি কম হলেও তার ঘাড়ে একাধিক আঘাত করা হয়েছে বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা। ঘটনাটিকে এখনো সন্ত্রাসী হামলা বলে ঘোষণা করেনি স্কটল্যান্ড ইয়ার্ড। প্রত্যক্ষদর্শীরা জানান, হামলাকারীকে তারা প্রায় ছয়মাস ধরে এই মসজিদে নামাজ আদায় করতে দেখেছেন। এদিকে, সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পরা একটি ভিডিওতে দেখা গেছে লাল হুড পড়া হালকা দাড়িসহ একজন শেতাঙ্গকে পুলিশ আটক করে রেখেছে, পাশে রাখা প্লাস্টিক চেয়ারে নিচে হামলায় ব্যবহৃত একটি ছুরিও পরে থাকতে দেখা গেছে। হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়ে বার্তা দিয়েছেন, ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন, লন্ডন মেয়র সাদিক খান, মুসলিম কাউন্সিল অব ব্রিটেইন ও আর্চ বিশপ অব কেন্টাবেরী।
×