ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

ইরানে পার্লামেন্ট নির্বাচনের ভোটগ্রহণ চলছে

প্রকাশিত: ০১:৫৩, ২১ ফেব্রুয়ারি ২০২০

ইরানে পার্লামেন্ট নির্বাচনের ভোটগ্রহণ চলছে

অনলাইন ডেস্ক ॥ মধ্যপ্রাচ্যের অন্যতম পরাশক্তি ইরানের একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়েছে। সে দেশের সংবাদমাধ্যম পার্সটুডের খবর থেকে জানা গেছে, স্থানীয় সময় শুক্রবার সকাল আটটায় নির্বাচনি কেন্দ্রগুলোতে ভোটগ্রহণ শুরু হয়। ইরানে এবারের নির্বাচনে মোট সাত হাজার ১৫৭জন প্রার্থী ২৯০টি আসনের বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করছেন। বৈধ ভোটার পাঁচ কোটি ৭৯ লাখ ১৮ হাজার। এদের ভোট দেওয়ার জন্য সারাদেশে মোট ৫৫ হাজার নির্বাচনি কেন্দ্র খোলা হয়েছে বলে জানিয়েছে ইরানের স্বরাষ্ট্র মন্ত্রণালয়। বিজয়ী প্রার্থীকে প্রদত্ত ভোটের শতকরা অন্তত ২০ ভাগ ভোট পেতে হবে। তারা চার বছরের জন্য আইনপ্রণেতা হিসেবে কাজ করবেন। বিভিন্ন সামাজিক যোগাযোগের মাধ্যমে শেয়ার করা ছবিতে দেখা যায়- ইরানের জনগণ লম্বা লাইনে দাঁড়িয়ে ভোট দিচ্ছেন। ইরানের নির্বাচনি আইন অনুযায়ী ভোট গ্রহণ শুরুর ২৪ ঘণ্টা আগে সব ধরনের প্রচারণা বন্ধ করতে হয়। পার্লামেন্ট নির্বাচনের কার্যক্রম আরও আগে শুরু হলেও গত ১৩ ফেব্রুয়ারি থেকে আনুষ্ঠানিকভাবে প্রার্থীরা তাদের প্রচারণা শুরু করেন এবং ২০ ফেব্রুয়ারি সকালে সে প্রচারণা শেষ হয়। আনুষ্ঠানিক প্রচার ও জনসমর্থন আদায়ের জন্য আট দিন সময় পেয়েছেন প্রার্থীরা।
×