ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

লালমনিরহাটের হাতীবান্ধায় ভিক্ষুক মুক্ত করতে কর্মসূচি

প্রকাশিত: ০৩:৫৪, ২১ ফেব্রুয়ারি ২০২০

লালমনিরহাটের হাতীবান্ধায় ভিক্ষুক মুক্ত করতে কর্মসূচি

নিজস্ব সংবাদদাতা, লালমনিরহাট ॥ জেলার হাতীবান্ধা উপজেলায় ভিক্ষুক পুনর্বাসন ও বিকল্প কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে ১৫জন ভিক্ষুককে নগদ অর্থ, গরু, তিন মাসের খাবার চাল অনুদান হিসেবে দেয়া হয়েছে। প্রতিজন ভিক্ষুককে গরু, নগদ সাড়ে ৪ হাজার টাকা ও তিন মাসের খাবার হিসেবে ১৮০ কেজি চাল অনুদান হিসেবে দেয়া হয়। জেলা প্রশাসনের আর্থিক সহায়তায় বৃহস্পতিবার দুপুরে সিন্দুর্না ইউনিয়ন পরিষদ মাঠে এ অনুদান বিতরণ করা হয়। হাতীবান্ধা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সামিউল আমিন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। প্রধান অতিথি ছিলেন স্থানীয় সাংসদ, বীবমুক্তিযোদ্ধা ও সাবেক প্রতিমন্ত্রী মোতাহার হোসেন। বিশেষ অতিথি ছিলেন, জেলা প্রশাসক মোঃ আবু জাফর। হাতীবান্ধার ইউএনও জানান, তার উপজেলার ১২টি ইউনিয়নে ইতোমধ্যে প্রায় ৩৫০ জন নারী ও পুরুষ ভিক্ষুকের তালিকা তৈরী করা হয়েছে। তাদের পর্যাক্রমে পূনার্বাসন করা হবে। লালমনিরহাটের জেলা প্রসাশক আবু জাফর জানান, এই জেলায় প্রায় ৩১৮৫ জন নারী পুরুষ ভিক্ষাবৃত্তির সাথে জড়িত। তাদের তালিকা তৈরী করা হয়েছে। এদের ভিক্ষুবৃত্তি বন্ধ করতে বিকল্প কর্মসংস্থানের সুযোগ তৈরী করা হবে। তাই অর্থপ্রাপ্তির স্বাপেক্ষে এই জেলার ৫টি উপজেলা হতে ভিক্ষুক নির্মূলে কাজ শুরু হয়ে গেছে। এই প্রকল্পে লালমনিরহাট জেলার সরকারি কর্মচারিগণ একদিনের বের্তন অনুদান হিসেবে দিয়েছে। এছাড়াও সমাজ কল্যাণ মন্ত্রণালয় ও মাননীয় প্রধানমন্ত্রীর তহবিল হতেও সহায়তা পাওয়া গেছে। ভিক্ষুক নির্মূল আরো অর্থ প্রয়োজন। অর্থপ্রাপ্তি স্বপেক্ষে পর্যাক্রমে এই জেলা ভিক্ষুক মুক্ত করা হবে। এই সময় সমাজসেবা উপ পরিচালক অনিরুদ্ধ কুমার রায়, হাতীবান্ধা উপজেলা পরিষদ চেয়ারম্যান মশিউর রহমান মামুন, মহিলা ভাইস চেয়ারম্যান জেসমিন নাহার, উপজেলা সহকারী কমিশনার (ভুমি) শামিমা সুলতানা, উপজেলা আওয়ামী লীগের সভাপতি লিয়াকত হোসেন বাচ্চু, সিন্দুর্না ইউপি চেয়ারম্যান নুরল আমিন প্রমুখ উপস্থিত ছিলেন।
×