ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

লালমনিরহাটে ভারতীয় ফেনসিডিলসহ তিন যুবক আটক

প্রকাশিত: ০৪:৫৫, ২১ ফেব্রুয়ারি ২০২০

লালমনিরহাটে ভারতীয় ফেনসিডিলসহ তিন যুবক আটক

নিজস্ব সংবাদদাতা, লালমনিরহাট ॥ লালমনিরহাটে ভাই-বোন স্পেশাল পরিবহনের একটি বাস থেকে ২৬৫ বোতল ফেনসিডিলসহ তিন যুবক মাহমুদ হাসান শাকিল(৩০), মোঃ জুয়েল শেখ(২৯) ও মোঃ এরশাদ হোসেন(৩০)কে আটক করেছে ডিবি পুলিশ। বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১০ টায় জেলা সদর উপজেলার বড়বাড়ি ইউপির তেঁতুলতলা এলাকায় বাসটিসহ তাদের আটক করা হয়। এই ঘটনায় শুক্রবার সদর থানায় মামলা দায়ের হয়েছে। আসামীদের আদালতের মাধ্যমে শুক্রবার সকালে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। মামলার বিবরণ ও ডিবি পুলিশ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১০টায় গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশ অভিযান চালিয়ে ভাই বোন পরিবহন নামের ১টি বাসে অভিয়ান চালিয়ে ৩জন যুবকসহ ২৬৫ বোতল ভারতীয় ফেনসিডিল আটক করে। আটকরা হলেন- মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলার কামার খোলা এলাকার আব্দুল জলিল মিয়ার ছেলে মাহমুদ হাসান শাকিল(৩০), একই জেলার লৌহজং উপজেলার উত্তর মেদেনী মণ্ডল এলাকার আব্দুল জলিল শেখের ছেলে মোঃ জুয়েল শেখ(২৯) ও রংপুরের কাউনিয়া উপজেলার সাহেবপাড়ার আব্দুল হালিমের ছেলে মোঃ এরশাদ হোসেন(৩০)। ভাই বোন পরিবহন নামের বাসটি পুলিশ লাইনে আটক রয়েছে। জেলা ডিবি পুলিশের ওসি মকবুল হোসেন জানান, কুড়িগ্রামের ভুরুঙ্গামারী থেকে ঢাকাগামী ভাই-বোন স্পেশাল পরিবহনের একটি বাসে তল্লাশি চালানো হয়। পরে বাসে লুকিয়ে রাখা একটি বাক্স থেকে ২৬৫ বোতল ফেনসিডিলসহ তিনজনকে আটক করা হয়। তাদের বিরুদ্ধে মামলা করা হয়েছে। তাদের আদালতের সোপর্দ করা হয়েছে। বর্তমানে তারা জেলহাজতে রয়েছে। রবিবার তাদের কে আদালতের মাধ্যমে রিমান্ডে নিয়ে আসার আবেদন করা হবে। এই মাদক চক্রটির মূলে যেতে চাই।
×