ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

দৌলতপুরে সড়ক দুর্ঘটনায় জাতীয় হ্যান্ডবল দলের অধিনায়ক নিহত

প্রকাশিত: ০৭:০৩, ২১ ফেব্রুয়ারি ২০২০

দৌলতপুরে সড়ক দুর্ঘটনায় জাতীয় হ্যান্ডবল দলের অধিনায়ক নিহত

নিজস্ব সংবাদদাতা, দৌলতপুর, কুষ্টিয়া ॥ কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার হোসেনাবাদ সেন্টারমোড়ে স্যালো ইঞ্জিন চালিত ট্রলির সাথে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে জাতীয় হ্যান্ডবল দলের অধিনায়ক ও গোলরক্ষক সোহানুর রহমান সোহান ও তার বন্ধু সোলাইমান হোসেন জয় নিহত হয়েছেন। আজ শুক্রবার বেলা ১১টার দিকে এ দূর্ঘটনায় তারা গুরুতর আহত হোন। তাদের উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিলে চিকিৎসাধীন অবস্থায় সোলাইমান হোসেন জয় মারা যান। আশংকাজনক অবস্থায় সোহানকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে রাজবাড়ীতে তিনি মারা যান। সোহানুর রহমান সোহান দৌলতপুর উপজেলা ফিলিপনগর ইউপি’র বাহিরমাদী গ্রামের কালু মন্ডলের ছেলে এবং সোলাইমান হোসেন জয় একই গ্রামের শহিদুল ইসলামের ছেলে। সোহান ছুটিতে বাড়িতে এসেছিলেন। জয় যশোর পলিটেকনিক ইনষ্টিটিউটের দ্বিতীয় বর্ষের ছাত্র ছিল। সোলাইমান হোসেন জয়ের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আরএমও ডাঃ তাপস কুমার সরকার। অপরদিকে সোহানুর রহমান সোহানের মৃত্যুর বিষয়টি দৌলতপুর থানার ওসি এস এম আরিফুর রহমান নিশ্চিত করেছেন।সোলাইমান হোসেন জয়ের মরদেহ কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে রয়েছে। অপরদিকে সোহানুর রহমান সোহান এর মরদেহ নিয়ে আসা হচ্ছে বলে তার পরিবার সূত্রে জানা গেছে। তাদের অকাল মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
×