ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

টাঙ্গাইল জেলা বার সমিতির নির্বাচনে আওয়ামী লীগের নিরঙ্কুশ বিজয়

প্রকাশিত: ০৭:৪৪, ২১ ফেব্রুয়ারি ২০২০

টাঙ্গাইল জেলা বার সমিতির নির্বাচনে আওয়ামী লীগের নিরঙ্কুশ বিজয়

নিজস্ব সংবাদদাতা, টাঙ্গাইল ॥ টাঙ্গাইল জেলা এ্যাডভোকেট বার সমিতির কার্যনির্বাহী পরিষদের নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ নিরঙ্কুশ বিজয় অর্জন করেছে। মোট ১৫টি পদের মধ্যে সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ১২টি পদে এই প্যানেলের প্রার্থীরা জয়লাভ করেছেন। অন্যদিকে বিএনপি সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য প্যানেলের প্রার্থীরা যুগ্ম-সম্পাদকসহ মাত্র তিনটি পদে বিজয়ী হন। শুক্রবার সকালে এই নির্বাচনের ফলাফল ঘোষণা করা হয়। বৃহষ্পতিবার উৎসবমুখর পরিবেশে দিনব্যাপী নির্বাচন অনুষ্ঠিত হয়। সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের বিজয়ী প্রার্থীরা হলেন- সভাপতি আবুল কাশেম, সহ-সভাপতি হারুন-অর-রশিদ ও সেকান্দার আলী, সাধারণ সম্পাদক এ. কে. এম. নাছিমুল আক্তার নাছিম, লাইব্রেরী সম্পাদক নজরুল ইসলাম খান, ক্রীড়া সম্পাদক হাবিবুর রহমান হাবিব, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক অনিতা সরকার এবং নির্বাহী সদস্য সাদত সাত্তার চাকলাদার, সুমন কুমার আর্য্য, জ্যোৎস্না খানম, কামরুল ইসলাম স্বপন ও মোহাম্মদ জিয়ারত আলী। জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য প্যানেলের বিজয়ী প্রার্থীরা হলেন- যুগ্ম-সম্পাদক মোহাম্মদ আব্দুল মালেক খান এবং নির্বাহী সদস্য আজিম উদ্দিন ও শফিকুল ইসলাম। প্রথমে বেসরকারিভাবে এই ফলাফল ঘোষণা করেন নির্বাচন কমিশনার তোফাজ্জল হোসেন মিয়া। পরে বার সমিতির সভাপতি রফিকুল ইসলাম খান আলো চুড়ান্ত ফলাফল ঘোষণা করেন।
×