ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

লাখো মোমবাতি প্রজ্জ্বলনে ভাষা শহীদদের স্মরণ করলনে নড়াইলবাসী

প্রকাশিত: ০৮:৩৫, ২১ ফেব্রুয়ারি ২০২০

লাখো মোমবাতি প্রজ্জ্বলনে ভাষা শহীদদের স্মরণ করলনে নড়াইলবাসী

রিফাত-বিন-ত্বহা, নড়াইল থেকে ॥ ‘অন্ধকার থেকে মুক্ত করুক একুশের আলো’এ স্লোগানে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে লাখো মোমবাতি প্রজ্জ্বলন করে ৫২’র ভাষাশহীদদের স্মরণ করলো নড়াইলবাসী। শুক্রবার সন্ধ্যায় নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজ খেলার মাঠে এ ব্যতিক্রম আয়োজনের মধ্য দিয়ে ভাষা সৈনিকদের স্মরণ করা হয়। বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষ্যে এবারের এ মঙ্গল প্রদীপ প্রজ্জ্বলন অনুষ্ঠানটি বঙ্গবন্ধুর নামে উৎসর্গ করা হয়েছে। সন্ধ্যা ৬টা ১৫ মিনিটে কুড়িরডোব মাঠে লাখো মোমবাতি একসাথে জ্বলে উঠে। একই সাথে দুই শত ফানুষ ওড়ানো হয়। মাঠের মাঝে বঙ্গবন্ধুর ৭ই মার্চের ভাষনের দৃশ্য মোমবাতি প্রজ্জ্বলনের মাধ্যমে তুলে ধরা হয়। এসময় সম্মিলিত সাংস্কৃতিক জোটের শিল্পীরা পরিবেশন করেন গণসঙ্গীত ‘আমার ভায়ের রক্ত রাঙ্গানো একুশে ফেব্রুয়ারী, আমি কি ভুলিতে পারি’। ভাষা শহীদদের স্মরণে এবারের দীপশিখা অনুষ্ঠানটি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে তাঁর নামে উৎসর্গ করা হয়েছে। একুশের আলোর সভাপতি ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব প্রফেসর মুন্সি হাফিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন নড়াইল জেলা প্রশাসক আনজুমান আরা, জেলা পরিষদের চেয়ারম্যান এ্যাডভোকেট সোহরাব হোসেন বিশ্বাস, পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন পিপিএম (বার), জেলা আওয়ামী লীগের সভাপতি এ্যাডভোকেট সুবাস চন্দ্র বোস, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও নড়াইল সদর উপজেলা চেয়ারম্যান মো. নিজাম উদ্দিন খান নিলু, জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও নড়াইল পৌরসভার মেয়র মো. জাহাঙ্গীর বিশ্বাস, কচি খন্দকার প্রমূখ। শতাধিক সাংস্কৃতিক কর্মী, স্বেচ্ছাসেবক ও শ্রমিক প্রায় এক মাস ধরে এ আয়োজনকে সফল করতে কাজ করছেন। ৬ একরের বিশাল কুরিরডোব মাঠে অন্যান্য বছরের মতো এবারও কলার গাছ এবং কাঠ দিয়ে শহীদ মিনার ও জাতীয় স্মৃতি সৌধ, বাংলা বর্ণমালা ও বিভিন্ন আল্পনা তুলে ধরা হয়েছে। মোমবাতি প্রজ্জ্বলনে কয়েক হাজার শিশু-কিশোর অংশগ্রহণ নেয়। নান্দনিক এ অনুষ্ঠানটি উপভোগ করতে নড়াইলসহ পার্শ্ববর্তী জেলার হাজার হাজার দর্শক উপস্থিত হন। কয়েকশ পুলিশ, র‌্যাব, স্কাউট ও স্বেচ্ছাসেবক মাঠের চারপাশের সার্বিক নিরাপত্তা রক্ষায় নিয়জিত ছিলেন। স্কয়ার কোম্পানী লিঃ এ অনুষ্ঠানের আর্থিক সহযোগিতায় এবং জেলা প্রশাসনের পৃষ্ঠপোষকতায় একুশের আলো এ আয়োজন করে। উল্লেখ্য, ১৯৯৬ সালের ২১ ফেব্রুয়ারি থেকে নড়াইল একুশ উদ্যাপন পর্ষদের আয়োজনে নড়াইল শহরের কুড়িরডোব মাঠে ব্যতিক্রমী এই কর্মসূচি শুরু হয়েছে।
×