ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

২২৮ মিলিয়নের প্রথম ভাষা বাংলা

প্রকাশিত: ০৯:০৫, ২২ ফেব্রুয়ারি ২০২০

 ২২৮ মিলিয়নের প্রথম ভাষা বাংলা

জনকণ্ঠ ডেস্ক ॥ বিশ্বে প্রায় ২২৮ মিলিয়ন বা ২২ কোটি ৮০ লাখ মানুষের প্রথম ব্যবহৃত ভাষা অর্থাৎ ফার্স্ট ল্যাঙ্গুয়েজ বাংলা। আবার এ সংখ্যার দিক থেকে একই সঙ্গে ফার্স্ট ল্যাঙ্গুয়েজ হিসেবে বিশ্বে ষষ্ঠ অবস্থানে আছে বাংলা ভাষা। সম্প্রতি জার্মানভিত্তিক গবেষণা প্লাটফর্ম স্ট্যাটিস্টা একটি প্রতিবেদনে এ তথ্য জানায়। এতে এথনোলগের সূত্রে স্ট্যাটিস্টা জানায়, বিশ্বে ফার্স্ট ল্যাঙ্গুয়েজ হিসেবে সর্বাধিক ব্যবহৃত হয় চীনা ভাষা বা মান্দারিন। প্রায় এক হাজার ৩১১ মিলিয়ন মানুষ এই ভাষায় কথা বলেন। এরপরই আছে স্প্যানিশ ভাষা। ৪৬০ মিলিয়ন মানুষ এ ভাষায় কথা বলেন ফার্স্ট ল্যাঙ্গুয়েজ হিসেবে। এ হিসেবে ইংরেজী ভাষার অবস্থান তৃতীয়। ৩৭৯ মিলিয়ন লোক কথা বলেন প্রথম এ ভাষায়। এছাড়া ফার্স্ট ল্যাঙ্গুয়েজ হিসেবে হিন্দী ভাষায় কথা বলেন ৩৪১ মিলিয়ন মানুষ। আর আরবী ভাষায় কথা বলেন ৩১৯ মিলিয়ন মানুষ। -ওয়েবসাইট
×