ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

জার্মানিতে হামলার নেপথ্যে উগ্র-ডানপন্থী

প্রকাশিত: ০৯:০৯, ২২ ফেব্রুয়ারি ২০২০

 জার্মানিতে হামলার  নেপথ্যে  উগ্র-ডানপন্থী

জার্মানির হানাও শহরের দুটি শিশাবারে হামলা চালিয়ে ৯ জনকে হত্যা উগ্র এক ডানপন্থীর কাজ বলে মনে করছেন কর্মকর্তারা। নিহতদের অধিকাংশই বিদেশী বংশোদ্ভূত। জার্মান চ্যান্সেলর আঙ্গেলা মেরকেল এ হামলার নিন্দা জানিয়ে বলেছেন, ‘হানাও শহরের শিশাবারে বুধবার রাতের হামলার সঙ্গে সম্ভবত উগ্র ডানপন্থী চরমপন্থার যোগসূত্র আছে। অন্য জাতিসত্ত্বা, ধর্ম এবং চেহারার প্রতি বিদ্বেষ থেকে কট্টর-ডান চরমপন্থী হামলাকারী বর্ণবাদী উদ্দেশে এ হামলা চালিয়েছে বলে এ মুহূর্তে নানা ইঙ্গিত পাওয়া যাচ্ছে।’-রয়টার্স
×