ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

যুক্তরাষ্ট্রে বহিষ্কার হুমকিতে ইরানী শিক্ষার্থীরা

প্রকাশিত: ০৯:০৯, ২২ ফেব্রুয়ারি ২০২০

  যুক্তরাষ্ট্রে বহিষ্কার হুমকিতে ইরানী শিক্ষার্থীরা

ইরানের শিক্ষার্থীদের বৈধ ভিসা থাকার পর মার্কিন সীমান্তে নিয়ে যাওয়া হয়েছে। এদিকে মাসব্যাপী দীর্ঘ প্রতীক্ষার পরও তাদের নানা রকম কাগজপত্রও জবাবদিহিতার ঝামেলা পোহাতে হচ্ছে। এছাড়া বিশ্বের নামীদামী বিশ্ববিদ্যালয়ে ভর্তির নিশ্চয়তা থাকলেও মার্কিন ভিসার জন্য উদ্বেগজনক ও ব্যয়বহুল প্রক্রিয়ার মধ্য দিয়ে ইরানের শিক্ষার্থীদের আবেদন করতে হচ্ছে। তবে গত বছর আগস্টের পর থেকে এ পর্যন্ত মাত্র ১৭ ইরানী শিক্ষার্থী বৈধ ভিসা হাতে পাওয়ার পর স্বপ্নের বিশ্ববিদ্যালয় পড়তে যাওয়ার সুযোগ পেয়েছে। কাস্টমস এ্যান্ড বর্ডার প্রেটেশনের (সিবিপি) কর্মকর্তাদের দৃষ্টিতে ভর্তির অযোগ্য হওয়ার পর অনেক শিক্ষার্থীকে দেশে পাঠিয়ে দেয়া হয়েছে এবং পাঁচ বছরের জন্য যুক্তরাষ্ট্রে প্রবেশে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। অভিবাসন বিষয়ক আইনজীবীরা জানান, গত বছর থেকেই যুক্তরাষ্ট্রের এহেন আচরণ শুরু হলেও সম্প্রতি উদ্দেশ্যপ্রণোদিতভাবে এবং রাজনৈতিক বিবেচনায় শিক্ষার্র্থীদের বর্ডারে আটকে দেয়া হচ্ছে। তারা আরও জানান, চলতি বছর ৩ জানুয়ারি ইরানের জেনারেল কাশেম সোলাইমানিকে ড্রোন হামলায় হত্যার ঘটনার পর মার্কিন বর্ডারে কড়াকড়ি করা হয়। রেহনা নামের এক শিক্ষার্থী গত সেপ্টেম্বরে তেহরান থেকে ম্যাসাচুয়েস্টের বোস্টনে আসেন। তার ইচ্ছে হার্ভার্ড ডিভিনিটে স্কুল থেকে মাস্টার্স প্রোগ্রাম শেষ করবেন। ৩৫ বছর বয়সী ওই শিক্ষার্থী লোগান বিমানবন্দরে পৌঁছলে সিবিপি কর্মকর্তারা তাকে নানা প্রশ্নবাণে জর্জরিত করেন এবং তাকে একটি আলাদা কক্ষে নিয়ে ভ্রমণ, কাজের অভিজ্ঞতা, পরিবার, শিক্ষা ও তেহরানে ব্যবহৃত মোবাইল ফোন নম্বর প্রভৃতি বিষয়ে প্রশ্ন করা হয়।-আলজাজিরা
×