ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

খুলনা ওয়াসার পানির বিল বৃদ্ধিতে নগরবাসীর ক্ষোভ

প্রকাশিত: ০৯:২৪, ২২ ফেব্রুয়ারি ২০২০

  খুলনা ওয়াসার পানির বিল বৃদ্ধিতে নগরবাসীর ক্ষোভ

স্টাফ রিপোর্টার ॥ দুই হাজার ৫শ ৫৮ কোটি টাকা ব্যয়ে খুলনা ওয়াসার পানি সরবরাহ প্রকল্পের মেয়াদ শেষ হয়েছে গেল বছরের জুনে। অথচ ৮ মাস পরও ৪০ ভাগ গ্রাহকের বাড়িতে পানি সরবরাহ করতে পারেনি সংস্থাটি। আবার কোন ঘোষণা ছাড়াই পানির বিল বাড়ানো হয়েছে। এ নিয়ে তীব্র ক্ষোভ নগরবাসীর মাঝে। আড়াই হাজার কোটি টাকা ব্যয়ে খুলনা ওয়াসার মেগা প্রকল্পের কাজ শুরু হয় ২০১১ সালে। প্রকল্পের আওতায় বাগেরহাটের মোল্লাহাটের মধুমতি নদী থেকে পানি আনা হচ্ছে রূপসার সামন্তসেনা এলাকার ট্রিটমেন্ট প্লান্টে। এখান থেকে পাইপ লাইনের মাধ্যমে পানি নেয়া হচ্ছে নগরীর ৭টি রিজার্ভার ও ১০টি ওভারহেড ট্যাঙ্কে। তবে প্রকল্পের মেয়াদ গত বছরের জুনে শেষ হলেও ৪০ ভাগ নতুন গ্রাহকই পাননি সংযোগ। আর যারা ওয়াসার পানি পাচ্ছেন তাদেরও বিল বাড়ানো হয়েছে ২০ শতাংশ। এ নিয়ে ক্ষুব্ধ নগরবাসী। খুলনা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী মোঃ আবদুল্লাহ বলেন, মার্চের মধ্যেই অবশিষ্ট ওয়ার্ড এবং এলাকাগুলোতে যারা নতুন পাইপের মাধ্যমে পানি পাননি তাদের পানি সরবরাহ করা হবে।
×