ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

জব্বারের বাড়িতে মানুষের ঢল

প্রকাশিত: ০৯:২৮, ২২ ফেব্রুয়ারি ২০২০

 জব্বারের বাড়িতে মানুষের ঢল

নিজস্ব সংবাদদাতা, গফরগাঁও, ২১ ফেব্রুয়ারি ॥ আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও মহান শহীদ দিবসে শুক্রবার ভাষা শহীদ আব্দুল জব্বারের গ্রামের বাড়ি গফরগাঁওয়ের পাঁচুয়াতে (জব্বার নগর) মানুষের ঢল নামে। এর আগে একুশের প্রথম প্রহরে বৃহস্পতিবার রাতে উপজেলা সদর থেকে ৪ কিঃমিঃ দূরে ভাষা শহীদ আব্দুল জব্বারের বাড়িতে উপজেলা সদরসহ বিভিন্ন ইউনিয়ন থেকে উপস্থিত হন হাজার হাজার মানুষ। রাত ১২টার পূর্বেই ভাষা শহীদের বাড়ি সংলগ্ন উপজেলার কেন্দ্রীয় শহীদ মিনার এলাকা কানায় কানায় ভরে যায়। রাত ১২টা ১ মিনিটে শহীদ বেদিতে প্রথমে আওয়ামী লীগের পক্ষে পুষ্পস্তবক অর্পণ করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আশরাফ উদ্দিন বাদল, উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী মাহবুব উর রহমান, মুক্তিযোদ্ধা সংসদ, এর পর একে একে প্রেসক্লাব, উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ সরকারী-বেসরকারী বিভিন্ন প্রতিষ্ঠান, রাজনৈতিক সংগঠন, স্কুল-কলেজ, সাহিত্য-সাংস্কৃতিক সংগঠনসহ সর্বস্তরের হাজারও জনতা পুষ্পার্ঘ্য অর্পণ করে।
×