ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

কোহলিদের কাঁপিয়ে দিলেন জেমিসন

প্রকাশিত: ০৯:৪০, ২২ ফেব্রুয়ারি ২০২০

 কোহলিদের কাঁপিয়ে দিলেন জেমিসন

স্পোর্টস রিপোর্টার ॥ ইতিহাসের প্রথম ক্রিকেটার হিসেবে টেস্ট, ওয়ানডে ও টি২০- তিন ফরমেটের প্রতিটিতে ১০০টি করে ম্যাচ খেলার অনন্য অর্জন সামনে রেখে ওয়েলিংটনে আলোচনায় রস টেইলর। সাবেক কিউই অধিনায়কের অনন্য কীর্তির দিনে ভারতকে নাড়িয়ে দিলেন কাইল জেমিসন। অভিষিক্ত পেসারের আগুনে পুড়ে ছারখার হওয়ার জোগাড় বিশ্বসেরা ব্যাটিং লাইনআপ। ৫৫ ওভার ১২২ রান তুলতে ৫ উইকেট হারিয়েছে সফরকারীরা। ভাগ্যিস বৃষ্টির কারণে শুক্রবার চা-বিরতির পর আর খেলা মাঠে গড়ায়নি। নইলে বিরাট কোহলির দল প্রথমদিনেই গুটিয়ে যেতে পারত। অভিষেকেই বল হাতে আগুন ঝরানো জেমিসন তুলে নিয়েছেন ৩ উইকেট। কোহলি, চেতেশ্বর পুজারা ও হনুমা বিহারিকে সাজঘরে পাঠিয়েছেন ২৫ বছর বয়সী এ ডানহাতি পেসার। একটি করে শিকার ট্রেন্ট বোল্ট ও টিম সাউদির। ব্যর্থতার বৃত্তে বন্দী ভারত অধিনায়ক আউট হয়েছেন ২ রান করে। অজিঙ্কা রাহানে ৩৮ ও ঋষভ পন্থ ক্রিজে আছেন ১০ রান নিয়ে। মেঘলা আকাশ, স্যাঁতসেঁতে পরিবেশ, বেসিন রিজার্ভের চিরায়ত বাউন্সি কন্ডিশনে তাই টস জিতে প্রতিপক্ষকে ব্যাটিংয়ে পাঠাতে দ্বিতীয়বার ভাবতে হয়নি পুরোপুরি ফিট হয়ে দলে ফেরা নিউজিল্যান্ড অধিনায়ক কেন উইলিয়মসনকে। আক্রমণাত্মক শুরু করা পৃথ্বী শ’ টিকতে পারেননি বেশিক্ষণ। টিম সাউদির বলে ফেরার আগে ভারত ওপেনার করেন ১৬ রান। সতর্ক ব্যাটিংয়ে প্রথম ঘণ্টার বাকি সময়টা পার করে দেন চেতেশ্বর পুজারা ও মায়াঙ্ক আগারওয়াল। আক্রমণে এসেই জুটি ভাঙ্গেন জেমিসন। দারুণ এক ডেলিভারিতে টেস্ট স্পেশালিস্ট পুজারাকে (১১) কট বিহাইন্ড করে দেন অভিষিক্ত পেসার। নিজের পরের ওভারে আরও বড় শিকার ধরেন ৬ ফুট ৮ ইঞ্চির দৈত্যাকার উচ্চতার জেমিসন। স্লিপে রস টেইলরের হাতে ক্যাচ দিয়ে ফেরেন ২ রান করা কোহলি। লাঞ্চের আগে আর উইকেট হারায়নি ভারত। দ্বিতীয় সেশনের শুরুতেই আগারওয়ালকে (৩৪) ফেরান ট্রেন্ট বোল্ট। শর্ট বলে টাইমিং করতে না পারায় লং লেগে ক্যাচ যায় জেমিসনের কাছেই। প্রস্তুতি ম্যাচের সেঞ্চুরিতে দলে ফেরা বিহারিও প্রতিরোধ গড়তে পারেননি। ব্যক্তিগত ৭ রান করে ধরা পড়েন উইকেটের পেছনে। ষষ্ঠ উইকেটে ২১ রানের অবিচ্ছিন্ন জুটি গড়েন রিশাব পন্থ ও রাহানে। বৃষ্টির কারণে প্রথমদিনে অলআউট থেকে বেঁচে গেছে বিরাট কোহলির দল। চা-বিরতির মাঝেই বৃষ্টি শুরু হয়। এরপর আর বল মাঠে গড়ায়নি। মাঝে থামলেও গুঁড়িগুঁড়ি বৃষ্টিতে শেষ সেশনের খেলার পুরোটাই ভেস্তে যায়। নিউজিল্যান্ড সফরে ব্যর্থতার বৃত্তে বন্দী কোহলি এদিন ২ রানে ফেরার আগে ওয়ানডডে ও টি২০ মিলিয়ে আট ইনিংসে পেয়েছেন একটি মাত্র হাফ সেঞ্চুরি, টেস্টে সেঞ্চুরি নেই ১৯ ইনিংসে! সুপার কোহলির ব্যর্থতা, বৃষ্টি ও অভিষেকে দুরন্ত জেমিসনের দিনেও অবশ্য ওয়েলিংটনে আলোচনায় ছিলেন ক্যারিয়ারের ১০০তম টেস্ট খেলতে নামা রস টেইলর। এর মধ্য দিয়ে ইতিহাসের প্রথম ক্রিকেটার হিসেবে তিন ফরমেটেই ম্যাচের সেঞ্চুরি পূর্ণ করলেন ৩৫ বছর বয়সী এ তারকা ব্যাটসম্যান। যিনি ইতোমধ্যে ২৩১ ওয়ানডে আর ১০০টি টি২০ খেলেছেন। স্কোর ॥ ভারত প্রথম ইনিংস- ১২২/৫ (৫৫ ওভার; পৃথ্বী ১৬, মায়াঙ্ক ৩৪, পুজারা ১১, কোহলি ২, রাহানে ৩৮*, বিহারি ৭, পন্থ ১০*; সাউদি ১/২৭, বোল্ট ১/৪৪, জেমিসন ৩/৩৮)। -প্রথমদিন শেষে
×