ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

সড়ক দুর্ঘটনায় জাতীয় হ্যান্ডবল দলের গোলরক্ষক সোহানের মৃত্যু

প্রকাশিত: ০৯:৪০, ২২ ফেব্রুয়ারি ২০২০

 সড়ক দুর্ঘটনায় জাতীয় হ্যান্ডবল দলের গোলরক্ষক  সোহানের মৃত্যু

নিজস্ব সংবাদদাতা, দৌলতপুর, কুষ্টিয়া ॥ কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার হোসেনাবাদ সেন্টারমোড়ে স্যালো ইঞ্জিন চালিত ট্রলির সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে বাংলাদেশ জাতীয় হ্যান্ডবল দলের গোলরক্ষক সোহানুর রহমান সোহান নিহত হয়েছেন। মৃত্যুকালে সোহানের বয়স হয়েছিল ২১ বছর। পাশাপাশি নিহত হয়েছেন সোহানের সঙ্গে থাকা বন্ধু সোলাইমান হোসেন জয়। শুক্রবার বেলা ১১টার দিকে এ দুর্ঘটনায় তারা গুরুতর আহত হন। তাদের উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিলে চিকিৎসাধীন অবস্থায় সোলাইমান হোসেন জয় মারা যান। আশঙ্কাজনক অবস্থায় জাতীয় হ্যান্ডবল দলের অধিনায়ক সোহানকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেয়ার পথে রাজবাড়ীতে মারা যান। সোহানুর রহমান সোহান দৌলতপুর উপজেলা ফিলিপনগর ইউপি’র বাহিরমাদী গ্রামের কালু মন্ডলের ছেলে এবং সোলাইমান হোসেন জয় একই গ্রামের শহিদুল ইসলামের ছেলে। সোহান ছুটিতে বাড়িতে এসেছিলেন। জয় যশোর পলিটেকনিক ইনস্টিটিউটের দ্বিতীয়বর্ষের ছাত্র ছিলেন। সোলাইমান হোসেন জয়ের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আরএমও ডাঃ তাপস কুমার সরকার। অপরদিকে সোহানুর রহমান সোহানের মৃত্যুর বিষয়টি দৌলতপুর থানার ওসি এস এম আরিফুর রহমান নিশ্চিত করেছেন। সোলাইমান হোসেন জয়ের মরদেহ কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে রয়েছে। তাদের অকাল মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। সোহান বাংলাদেশ জাতীয় হ্যান্ডবল দলের হয়ে গত ডিসেম্বরে নেপালে অনুষ্ঠিত ১৩তম সাউথ এশিয়ান গেমসে অংশ নিয়েছিলেন। পাশাপাশি তিনি জাতীয় যুব হ্যান্ডবল দলেরও সদস্য ছিলেন। সোহানের মৃত্যুতে বাংলাদেশ হ্যান্ডবল ফেডারেশনের সভাপতি এ কে এম নুরুল ফজল বুলবুলসহ কর্মকর্তা, খেলোয়াড়, রেফারি ও প্রশিক্ষকগণ বিবৃতিতে তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।
×