ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা

বিভিন্ন প্রতিষ্ঠানে মাতৃভাষা দিবস পালন

প্রকাশিত: ০৯:৪৬, ২২ ফেব্রুয়ারি ২০২০

 বিভিন্ন প্রতিষ্ঠানে মাতৃভাষা দিবস পালন

জনকণ্ঠ ডেস্ক ॥ মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন উপলক্ষে বিভিন্ন সংস্থা ও শিক্ষাপ্রতিষ্ঠান শুক্রবার কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে। এ ছাড়া দিবসটি উপলক্ষে নিজ নিজ প্রতিষ্ঠানে পৃথক আলোচনা সভার আয়োজন করা হয়। খবর বিজ্ঞপ্তির। বিএসএমএমইউ দিনটি পালন উপলক্ষে শুক্রবার ভোরে কেন্দ্রীয় শহীদ মিনারে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ^বিদ্যালয়ের (বিএসএমএমইউ) পক্ষ থেকে উপাচার্য অধ্যাপক ডাঃ কনক কান্তি বড়ুয়ার নেতৃত্বে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়। এ সময় বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ডাঃ মোঃ শহীদুল্লাহ সিকদার, উপ-উপাচার্য অধ্যাপক ডাঃ সাহানা আখতার রহমান, উপ-উপাচার্য অধ্যাপক ডাঃ মুহাম্মদ রফিকুল আলম, কোষাধ্যক্ষ অধ্যাপক ডাঃ মোহাম্মদ আতিকুর রহমান, রেজিস্ট্রার অধ্যাপক ডাঃ এবিএম আব্দুল হান্নান, প্রক্টর অধ্যাপক ডাঃ সৈয়দ মোজাফফর আহমেদ প্রমুখ উপস্থিত ছিলেন। এছাড়া আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ভোরে বিএসএমএমইউর ব্লকে স্থাপিত জাতির পিতা বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়। নর্থসাউথ ভার্সিটি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে নর্থ সাউথ ইউনিভার্সিটিতে দিনব্যাপী কর্মসূচী পালন করা হয়। ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে রাত ১২.০১ মিনিটে নর্থ সাউথ ইউনিভার্সিটি শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ ও মোমবাতি প্রজ্বলন করা হয় এবং ভোর ৬টায় জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়। নর্থ সাউথ ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক আতিকুর ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন নর্থ সাউথ ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা লায়ন বেনজীর আহমেদ। আগামী ২৪ ফেব্রুয়ারি নর্থ সাউথ ইউনিভার্সিটিতে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়েছে। ইস্টার্ন ইউনিভার্সিটি ঢাকা বিশ^বিদ্যালয়ের ইমেরিটাস অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী বলেছেন, ‘এখন পৃথিবীতে ৩০ কোটি মানুষ বাংলা ভাষায় কথা বলে। কিন্তু খোদ বাংলাদেশেই এই ভাষার মর্যাদা হারিয়ে যাচ্ছে। এর একটি কারণ, বাংলাদেশে জ্ঞানের চর্চা হচ্ছে না।’ মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে শুক্রবার সকালে রাজধানীর ধানম-িতে ইউনিভার্সিটির সেমিনার কক্ষে এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন। এ সময় তিনি বাংলা ভাষার সৌন্দর্য রক্ষা এবং সুষ্ঠু প্রয়োগের ক্ষেত্রে সবাইকে অধিকমাত্রায় সচেতন থাকার আহ্বান জানান। রেড ক্রিসেন্ট সোসাইটি একুশ মানে মাথা নত না করা এই প্রত্যয়ে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির উদ্যোগে মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন উপলক্ষে ভাষা শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়। এছাড়াও ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে সোসাইটির সকল স্তরের কর্মকর্তা-কর্মচারীরা বুকে কালো ব্যাজ ধারণ করেন। শুক্রবার সকালে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির মহাসচিব মোঃ ফিরোজ সালাহ্ উদ্দিনের নেতৃত্বে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা হয়। পুষ্পস্তবক অর্পণ শেষে শহীদ মিনার চত্বরে কর্মকর্তা, কর্মচারী ও স্বেচ্ছাসেবকদের উদ্দেশ্য সংক্ষিপ্ত বক্তব্যে রাখেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির মহাসচিব।
×