ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০

বইমেলায় প্রচ্ছদ শিল্পী লাঞ্ছিত

প্রকাশিত: ১২:৩০, ২২ ফেব্রুয়ারি ২০২০

বইমেলায়  প্রচ্ছদ শিল্পী লাঞ্ছিত

জনকণ্ঠ ডেস্ক ॥ বইমেলায় সিগারেট ধরাতে যাওয়া এক প্রচ্ছদ শিল্পীকে পুলিশ শারীরিকভাবে লাঞ্ছিত করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। চারু পিন্টু নামে তরুণ ওই প্রচ্ছদ শিল্পী লিটল ম্যাগ ‘করাতকল’ ও ‘দ্রষ্টব্য’-এর সঙ্গে কাজ করছেন। শুক্রবার বিকেল সাড়ে চারটার দিকে বইমেলার সোহরাওয়ার্দী উদ্যানের লিটল ম্যাগ কর্নারে ‘করাতকল’ স্টলের সামনে এ ঘটনা ঘটে বলে কয়েকজন প্রত্যক্ষদর্শী জানিয়েছেন। তাদের ভাষ্য মতে, শিল্পী চারু পিন্টু সিগারেট ধরাতে গেলে দুজন পুলিশ এসে তার শার্টের কলার ধরে গালমন্দ করেন। এক পর্যায়ে টেনেহিঁচড়ে নিয়ে যাওয়ার চেষ্টা করেন তারা। এ সময় আশ-পাশের স্টলের বিক্রয়কর্মীরা বাধা দেন। পরে মেলার আয়োজক কর্তৃপক্ষ বাংলা একাডেমির কর্মকর্তারা এসে পরিস্থিতি শান্ত করেন।
×