ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

স্কুল পরিদর্শনে মেলানিয়া ট্রাম্পকে আমন্ত্রণ জানাননি কেজরিওয়াল

প্রকাশিত: ০১:২৬, ২২ ফেব্রুয়ারি ২০২০

স্কুল পরিদর্শনে মেলানিয়া ট্রাম্পকে আমন্ত্রণ জানাননি কেজরিওয়াল

অনলাইন ডেস্ক ॥ আগামী সপ্তাহেই ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে এ দেশে আসছেন তাঁর স্ত্রী মেলানিয়া ট্রাম্পও। শোনা গেছে, এ দেশে এসে নাকি দিল্লির একটি স্কুলের পড়ুয়াদের সঙ্গে কিছুটা সময় কাটাতে যাবেন মার্কিন ফার্স্ট লেডি। দিল্লির উপ মুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়া একসময় রাজধানীর বেশ কিছু বিদ্যালয়ে পরীক্ষামূলকভাবে "হ্যাপিনেস ক্লাস" বা "আনন্দের সঙ্গে পাঠ" চালু করেন। আর সেই ব্যবস্থাই নিজের চোখে দেখতে চান মার্কিন প্রেসিডেন্টের স্ত্রী । কিন্তু সব জল্পনায় জল ঢেলে আম আদমি পার্টির পক্ষ থেকে জানানো হল যে, মেলানিয়া ট্রাম্পকে দিল্লির স্কুল পরিদর্শনের জন্যে মোটেই আমন্ত্রণ জানাননি দিল্লি মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। আপের দলীয় সূত্র জানিয়েছে, অরবিন্দ কেজরিওয়াল এবং মণীশ সিসোদিয়া কেন্দ্রীয় সরকার এই কর্মসূচি থেকে সরে আসতে ইচ্ছুক। এর আগে শোনা গেছিল যে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ভারত সফরের দ্বিতীয় দিন অর্থাৎ মঙ্গলবার মেলানিয়া ট্রাম্প বিশেষ অতিথি হিসাবে দক্ষিণ দিল্লির একটি সরকারি বিদ্যালয় পরিদর্শন করবেন। তিনি ঘণ্টাখানেক সময় ওই বিদ্যালয়ের পড়ুয়াদের সঙ্গে ব্যয় করবেন, এমনটাও শোনা যায়। স্কুলছাত্রীদের মধ্যে থেকে স্ট্রেস কমানোর প্রয়াস হিসাবে বছর দুয়েক আগে দিল্লির উপ মুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়া হ্যাপিনেস ক্লাস নামের ওই পাঠক্রমটি চালু করেন। এই পাঠক্রমে ছাত্রছাত্রীদের নিয়মিত ৪০ মিনিট সময় ধরে ধ্যান এবং অন্যান্য ব্যায়াম ও খেলাধুলো করতে হয়।
×