ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ভারতীয়দের ফিরিয়ে আনার অনুমতি দিতে দেরি করছে চীন!

প্রকাশিত: ০১:৩৪, ২২ ফেব্রুয়ারি ২০২০

ভারতীয়দের ফিরিয়ে আনার অনুমতি দিতে দেরি করছে চীন!

অনলাইন ডেস্ক ॥ চীনের করোনা ভাইরাস আক্রান্ত উহান শহরে আটকে রয়েছেন বেশ কিছু ভারতীয়। তাঁদের সেই দেশ উদ্ধার করে আনতে চায় ভারতীয় বায়ুসেনার একটি বিশেষ বিমান। কিন্তু সেই বিমানটিকে এখনও সে দেশের যাওয়ার অনুমতি দেয়নি চিন । "ইচ্ছাকৃতভাবেই ছাড়পত্র দিতে বিলম্ব" করছে চিন, দাবি করছে একটি সূত্র। কয়েকদিন ধরেই এমন অভিযোগ উঠছিল যে ভারতীয় বায়ুসেনার সি-১৭ গ্লোবমাস্টার নামে উদ্ধারকারী বিমানটি উহানে ঢুকতে পারছে না। কারণ, চিনের আকাশসীমায় ঢোকার ছাড়পত্র এখনও মেলেনি। যদিও শুক্রবারই বিভিন্ন মহল থেকে ওঠা এমন অভিযোগ খারিজ করে দেয় বেজিং। সি১৭ গ্লোবমাস্টার উহানে আটক ভারতীয়দের সে দেশ থেকে উদ্ধার করে ভারতে নিয়ে আসবে, গত ১৭ ফেব্রুয়ারি এমন ঘোষণা করে ভারত। পাশাপাশি ওই মারণ ভাইরাসের সঙ্গে যুঝতে চিকিৎসার সরঞ্জাম দিয়ে উহান প্রশাসনকে সহযোগিতা করতে চায় ভারত, এমনটাও জানিয়েছিল কেন্দ্রীয় বিদেশ মন্ত্রক। কিন্তু তা সত্ত্বেও ওই দেশের তরফ থেকে কোনও সাড়া মেলেনি বলে অভিযোগ। বেজিংয়ের তরফ থেকে ভারতীয় বিমানকে অনুমতি দিতে দেরি হওয়ার বিষয়ে ওই সূত্রটি জানিয়েছে, "ফ্রান্স সহ অন্যান্য দেশ থেকে এখনও ত্রাণ সামগ্রী নিয়ে বিভিন্ন বিমান সেদেশে যাচ্ছে। তাহলে কেন চিন সরকার ভারতীয় বিমানকে ছাড়পত্র দিতে দেরি করছে? তারা কি ভারতের প্রতি আগ্রহী নয়? ওরা কেন আমাদের নাগরিকদের উহান থেকে ফিরিয়ে নিয়ে আসার ব্যাপারে বাধার সৃষ্টি করছে? তবে কি চিন ইচ্ছাকৃতভাবেই ভারতীয় নাগরিকদের কষ্ট ও মানসিক যন্ত্রণার মধ্যে ফেলে রাখতে চাইছে?" এখনও পর্যন্ত করোনা ভাইরাসের কারণে চিনে মোট ২,২৩৬ জনের মৃত্যুর খবর মিলেছে। হুবেই প্রদেশে নতুন ভাবে আক্রান্ত হয়েছেন আরও ১১৮ জন। গোটা দেশে এই মারণ ভাইরাসে আক্রান্তের সংখ্যা ৭৬ হাজার ছুঁয়েছে বলে খবর।
×