ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

সচেতনতাই পারে তরুণ সমাজকে মাদক মুক্ত রাখতে : স্বরাষ্ট্রমন্ত্রী

প্রকাশিত: ০৬:২৮, ২২ ফেব্রুয়ারি ২০২০

সচেতনতাই পারে তরুণ সমাজকে মাদক মুক্ত রাখতে  : স্বরাষ্ট্রমন্ত্রী

অনলাইন রিপোর্টার ॥ তরুণ সমাজ রক্ষায় মাদক নির্মূলের বিকল্প নেই বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। আজ শনিবার দুপুরে ঢাকা আহসানিয়া মিশনের মাদক বিরোধী কার্যক্রমের ৩০ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। এসময় মন্ত্রী বলেন, আইনশৃঙ্খলা বাহিনী ও জনগণের সহযোগিতায় সন্ত্রাস ও জঙ্গিবাদ মোকাবেলায় সফলতা এসেছে। এখন মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করেছে সরকার। মাদকের বিরুদ্ধেও সফল হতে হবে উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সচেতনতা ছাড়া তরুণ সমাজকে মাদকের ভয়াল থাবা থেকে রক্ষা করা সম্ভব নয়।
×