ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০

২৭ দিন পর্যন্ত সুপ্ত থাকতে পারে করোনা ভাইরাস!

প্রকাশিত: ২২:৪৪, ২৩ ফেব্রুয়ারি ২০২০

২৭ দিন পর্যন্ত সুপ্ত থাকতে পারে করোনা ভাইরাস!

অনলাইন ডেস্ক ॥ চীনে ব্যাপকভাবে করোনা ভাইরাস ছড়িয়ে যাওয়ার পর বলা হয়েছিল ১৪ দিনেই প্রকাশ পায় করোনা ভাইরাসের লক্ষণ। আর এ কারণে বিশ্বের বিভিন্ন দেশ চীন ফেরতদের কমপক্ষে ১৪ দিনের জন্য পর্যবেক্ষণে রাখে। তবে এবার ভিন্ন এক তথ্য দিল চীনের হুবেই প্রদেশের স্থানীয় সরকার। তাদের পক্ষ থেকে এখন বলা হচ্ছে, ১৪ দিন নয় ২৭ দিন পর্যন্ত মানব শরীরে সুপ্ত থাকতে পারে করোনাভাইরাস। আর এমনটি হলে করোনাভাইরাস প্রতিরোধে চীনকে আরো হিমশিম খাওয়া লাগতে পারে। শনিবার হুবেই প্রদেশের স্থানীয় সরকারের পক্ষ থেকে বলা হয়, জিয়াং নামের এক ব্যক্তির শরীরে ২৭ দিন পর্যন্ত করোনাভাইরাস সুপ্ত ছিল। জানা গেছে, গত ২৪ জানুয়ারি হুবেই প্রদেশের শেননংজিয়ায় করোনাভাইরাসে আক্রান্ত বোনের সঙ্গে দেখা করতে যান জিয়াং। ওই ঘটনার ২১ দিন পর অর্থাৎ চলতি মাসের ২০ তারিখে জ্বরে আক্রান্ত হন জিয়াং। সূত্র: এবিসি নিউজ ও রয়টার্স।
×