ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

জেসুসের গোলে ম্যানচেস্টার সিটির জয়

প্রকাশিত: ২৩:০৯, ২৩ ফেব্রুয়ারি ২০২০

জেসুসের গোলে ম্যানচেস্টার সিটির জয়

অনলাইন ডেস্ক ॥ পয়েন্ট টেবিলের দুই ও তিন নম্বর দলের লড়াইটা হলো বেশ জমজমাট। সের্হিও আগুয়েরো পেনাল্টি মিস করায় পয়েন্ট হারানোর শঙ্কায় পড়েছিল ম্যানচেস্টার সিটি। তবে শেষ দিকে গাব্রিয়েল জেসুসের গোলে লেস্টার সিটিকে হারিয়েছে পেপ গুয়ার্দিওলার দল। প্রতিপক্ষের মাঠে শনিবার ইংলিশ প্রিমিয়ার লিগের ম্যাচটি ১-০ গোলে জিতেছে ম্যানচেস্টার সিটি। ম্যাচের শুরুতেই গোল খেতে বসেছিল শিরোপাধারীরা। জেমি ভার্ডির শটে বল গোলরক্ষক এদেরসনকে ফাঁকি দিয়ে জালে ঢুকতে যাচ্ছিল, উদযাপনও শুরু করে দিয়েছিলেন ইংলিশ স্ট্রাইকার। কিন্তু শেষ মুহূর্তে বল পোস্টের নিচের অংশে লেগে ফেরে। ৩৭তম মিনিটে এদেরসনের নৈপুণ্যে আরেক দফা বেঁচে যায় গুয়ার্দিওলার দল। জেমস ম্যাডিসনের ফ্রি-কিক ঝাঁপিয়ে ফেরান ব্রাজিলিয়ান গোলরক্ষক। ৬০তম মিনিটে ইলকাই গিনদোয়ানের শট ডি-বক্সে লেস্টার মিডফিল্ডার প্রায়েতের হাতে লাগলে ভিএআরের সাহায্যে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। তবে আগুয়েরোর স্পট কিক রুখে দেন গোলরক্ষক কাসপের স্মাইকেল। ৮০তম মিনিটে অবশেষে সাফল্যের দেখা পায় ম্যানচেস্টার সিটি। মাঝমাঠের আগে থেকে রিয়াদ মাহরেজ বল পায়ে ছুটে গিয়ে ডি-বক্সের ঠিক বাইরে থেকে ভেতরে বাড়ান। আর প্রথম ছোঁয়ায় নিচু শটে কাছের পোস্ট দিয়ে জয় নিশ্চিত করেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড জেসুস। ২৭ ম্যাচে ১৮ জয় ও তিন ড্রয়ে ৫৭ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে ম্যানচেস্টার সিটি। ৭ পয়েন্ট কম নিয়ে তিন নম্বরে আছে লেস্টার সিটি। এক ম্যাচ কম খেলা লিভারপুল ২৫ জয় ও এক ড্রয়ে ৭৬ পয়েন্ট নিয়ে আছে শীর্ষে। দিনের প্রথম ম্যাচে টটেনহ্যাম হটস্পারকে ২-১ গোলে হারানো চেলসি ২৭ ম্যাচে ৪৪ পয়েন্ট নিয়ে আছে চার নম্বরে। ৪ পয়েন্ট কম নিয়ে পঞ্চম স্থানে আছে জোসে মরিনিয়োর দল টটেনহ্যাম। টটেনহ্যামের সমান ৪০ পয়েন্ট নিয়ে ষষ্ঠ স্থানে আছে শেফিল্ড ইউনাইটেড। ২ পয়েন্ট কম নিয়ে সাত নম্বরে আছে ম্যানচেস্টার ইউনাইটেড।
×