ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০

৩৭ রান যোগ করেই শেষ জিম্বাবুয়ের প্রথম ইনিংস

প্রকাশিত: ০০:০১, ২৩ ফেব্রুয়ারি ২০২০

৩৭ রান যোগ করেই শেষ জিম্বাবুয়ের প্রথম ইনিংস

অনলাইন রিপোর্টার ॥ মিরপুর টেস্টের দ্বিতীয় দিনে শনিবার লাঞ্চের আগেই ২৬৫ রানে শেষ হয়েছে জিম্বাবুয়ের প্রথম ইনিংস। শেষ ৪ উইকেটে আগের দিনের রানের সঙ্গে আর ৩৭ রান যোগ করে থেমেছে জিম্বাবুয়ের ইনিংস। ৬ উইকেটে ২২৮ রান নিয়ে দিন শুরু করা জিম্বাবুয়ে এ দিন টিকে ছিল আর ৮০ মিনিট। প্রথম দিনে দুই উইকেট নেওয়া আবু জায়েদ নিয়েছেন আরও দুই উইকেট। ৭১ রানে ৪ উইকেট তার ক্যারিয়ার সেরা বোলিং। আগের দিনের হতাশা পেছনে ফেলে তাইজুল নিয়েছেন দুই উইকেট। আবু জায়েদ ও তাইজুল দিয়ে দিনের বোলিং শুরু করেছিল বাংলাদেশ। দুজনই বল করেছেন দারুণ। দ্বিতীয় নতুন বল টাটকা ছিল যথেষ্টই। আজু জায়েদ পেয়েছেন সুইং, তাইজুল পেয়েছেন বাড়তি বাউন্স। তবে প্রথম উইকেটটির জন্য দলকে অপেক্ষা করতে হয়েছে ৬ ওভার। অফ স্টাম্প ঘেঁষা সুইঙ্গিং ডেলিভারিতে ডোনাল্ড টিরিপানোকে ফেরান আবু জায়েদ। নিজের পরের ওভারেই আবু জায়েদ দেখা পান আরেকটি উইকেটের। চার্লটন টিশুমাকে আর্ম ডেলিভারিতে বিদায় করে ম্যাচে প্রথম শিকার ধরেন তাইজুল। জিম্বাবুয়ের শেষ জুটি অবশ্য খানিকটা বিরক্তি দিয়েছে বাংলাদেশকে। রেজিস চাকাভা ও ভিক্টর নিয়াউচি যোগ করেন ২০ রান। আবু জায়েদ ও নাঈম হাসানের সামনে হাতছানি ছিল ৫ উইকেট শিকারের। পারেননি কেউই। তাইজুলকে উড়িয়ে মারতে গিয়ে চাকাভার বিদায়ে শেষ হয়েছে ইনিংস। সংক্ষিপ্ত স্কোর: জিম্বাবুয়ে ১ম ইনিংস: ১০৬.৩ ওভারে ২৬৫ (আগের দিন ২২৮/৬) (চাকাভা ৩০, টিরিপানো ৮, এনডিলোভু ০, টিশুমা ০, নিয়াউচি ৬*; ইবাদত ১৭-৮-২৬-০, আবু জায়েদ ২৪-৬-৭১-৪, নাঈম ৩৮-৯-৭০-৪, তাইজুল ২৭.৩-১-৯০-২)।
×