ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

তুরস্কে ভূমিকম্পে নয়জন নিহত

প্রকাশিত: ১২:৫৪, ২৪ ফেব্রুয়ারি ২০২০

 তুরস্কে ভূমিকম্পে   নয়জন নিহত

জনকণ্ঠ ডেস্ক ॥ তুরস্কে ৫ দশমিক ৭ মাত্রার ভূমিকম্পে তিন শিশুসহ অন্তত নয়জন নিহত হয়েছে। ঘরবাড়ি ভেঙ্গে আরও অন্তত ৩৭ জন আহত হয়েছে বলে জানিয়েছে তুরস্কের স্বরাষ্ট্র মন্ত্রণালয়। রবিবার ইরানের সীমান্তবর্তী গ্রাম হাবাস-ই ওলে এ ভূমিকম্পের উৎপত্তিস্থল। ইরানের পশ্চিম আজারবাইজান প্রদেশে ৪৩টি ঘরবাড়ি ভেঙ্গে পড়েছে। ধ্বংসস্তূপে অনেকে আটকা পড়েছে। খবর বিবিসির। তুরস্কের গণমাধ্যমে প্রকাশিত ভিডিওতে উদ্ধার তৎপরতা দেখা গেছে। ভান প্রদেশের বাসকেলে বরফাচ্ছাদিত পরিবেশের মধ্যে অনেক পরিবারকে প্রিয়জনদের খোঁজের অপেক্ষায় থাকতে দেখা গেছে। এক গ্রামবাসী রয়টাসর্কে বলেছেন, ‘ধ্বংসস্তূপের নিচে শিশুরা আটকা পড়েছিল। আমরা তাদের কণ্ঠ শুনেছিলাম বলে মনে হয়েছিল। তারপর কিছু একটা হলো। ঠিক কী হলো বুঝতে পারলাম না। পরে আমরা তিনটি দেহ টেনে বের করেছি।’ ভান প্রদেশের গবর্নর মেহমেত বিলমেজ ধ্বংসস্তূপের সামনে দাঁড়িয়ে সাংবাদিকদের বলেছেন, ভূমিকম্পে যে ক্ষয়ক্ষতি হয়েছে তাতে প্রাণহানি ঘটেছে। রবিবার তিনি যে চারটি গ্রাম পরিদর্শন করেছেন সবকটি গ্রামেই ঘরবাড়ি ধ্বংস হয়েছে। গত মাসে দুটি তুষার ধসের ঘটনায় উদ্ধারকর্মীসহ অন্তত ৩৯ জন নিহত হয়েছে। ইলাজিং ও মালাত্তা প্রদেশে অন্তত ৩১ জন নিহত হয়েছে এবং ১৬০০ জন আহত হয়েছে। ভূমিকম্পের পর প্রায় ১০৬৬ ভবন ভেঙ্গে পড়ে বলে জানিয়েছেন তুরস্কের স্বরাষ্ট্রমন্ত্রী সুলেমান সোইলু। তুরস্কে ভূমিকম্প প্রায়ই হয়। ১৯৯৯ সালে তুরস্কের পশ্চিমাঞ্চলীয় ইজমিত শহরে প্রায় ১৭ হাজার মানুষ নিহত হয়। এর আগে ১৯৯০ সালে ইরানে প্রাণঘাতী ভূমিকম্পে ৪০ হাজার মানুষ নিহত এবং ৫ লাখ মানুষ গৃহহীন হয়েছিল।
×