ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

যুক্তরাজ্য গবেষণা ও উদ্ভাবনকে স্বীকৃতি দেয় ॥ ডিকসন

প্রকাশিত: ১২:৫৫, ২৪ ফেব্রুয়ারি ২০২০

 যুক্তরাজ্য গবেষণা ও উদ্ভাবনকে স্বীকৃতি  দেয় ॥ ডিকসন

জনকণ্ঠ ডেস্ক ॥ বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার রবার্ট চ্যাটার্টন ডিকসন বলেছেন, যুক্তরাজ্য সমৃদ্ধি ও টেকসইয়ের জন্য মূল চাবিকাঠি হিসেবে গবেষণা-উদ্ভাবনকে স্বীকৃতি দেয়। রবিবার রাজধানীর হোটেল রেডিসনে ‘দক্ষিণ এশিয়ার খাদ্য ব্যবস্থায় জেন্ডারের ভূমিকা’-শীর্ষক এক সিম্পোজিয়ামের উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। এ সিম্পোজিয়ামের আয়োজন করে ইউকে রিসার্চ এ্যান্ড ইনোভেশন (ইউকেআরআই)। খবর বাংলানিউজের। ব্রিটিশ হাইকমিশনার বলেন, স্যার আইজ্যাক নিউটন, মাইকেল ফ্যারাডে, আলেকজান্ডার ফ্লেমিং এবং স্টিফেন হকিংয়ের দেশ যুক্তরাজ্য। একইসঙ্গে যুক্তরাজ্য বিশ্বের অন্যতম সফল গবেষণা দেশ। যেখানে ১৩৩ জন নোবেল পুরস্কার পেয়েছেন এবং বিশ্বের শীর্ষ ১৫টি বিশ্ববিদ্যালয় রয়েছে। রবার্ট চ্যাটার্টন ডিকসন বলেন, জলবায়ু পরিবর্তন থেকে শুরু করে করোনাভাইরাস জাতীয় মহামারী থেকে বিশ্বব্যাপী চ্যালেঞ্জগুলো উদ্ভূত হয়েছে এবং বিকশিত হচ্ছে। এসব সঙ্কট মোকাবেলায় আন্তর্জাতিক সহযোগিতা জরুরী। এসময় ব্রিটিশ হাইকমিশনার সিম্পোজিয়ামে অংশ নেয়া ১০ দেশের প্রতিনিধিদের স্বাগত জানান। সিম্পোজিয়ামে খাদ্য ব্যবস্থায় জেন্ডারের ভূমিকা, আন্তর্জাতিক গবেষণা, নীতি নির্ধারণী, কৃষিকাজ, জলবায়ু পরিবর্তন, পুষ্টি এবং খাদ্য সুরক্ষা ইত্যাদি নিয়ে আলোচনা হয়। এছাড়া কৃষিকাজে নারী-পুরুষের পরিবর্তীত ভূমিকা নিয়ে আলোচনা উঠে আসে।
×