ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

মুমিনুল-মুশফিকের ব্যাটে জিম্বাবুয়েকে টপকে লিড বাংলাদেশের

প্রকাশিত: ২২:২৮, ২৪ ফেব্রুয়ারি ২০২০

মুমিনুল-মুশফিকের ব্যাটে জিম্বাবুয়েকে টপকে লিড বাংলাদেশের

অনলাইন রিপোর্টার ॥ মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে জিম্বাবুয়ের বিপক্ষে একমাত্র টেস্টের তৃতীয় দিন ব্যাট করছে বাংলাদেশ। ইতোমধ্যে জিম্বাবুয়ের প্রথম ইনিংসকে টপকে লিডের খাতাও খুলে ফেলেছে টাইগাররা। মুমিনুল হক আর মুশফিকুর রহীমের চওড়া ব্যাটে তৃতীয় দিনের অষ্টম ওভারে জিম্বাবুয়ের সংগ্রহ ছাড়িয়ে গেছে বাংলাদেশ। ফিফটির দুয়ারে দাঁড়িয়ে মুশফিকুর রহিম, সেঞ্চুরির কাছে মুমিনুল হক। তিন অঙ্ক ছোঁয়ার পথে দুই জনের জুটি। ৭৯ ওভারে বাংলাদেশের স্কোর ২৬৭/৩। মুমিনুল ৮৯ ও মুশফিক ৪৯ রানে ব্যাট করছেন। স্বাগতিকরা এগিয়ে ২ রানে। প্রথম ইনিংসে জিম্বাবুয়ে থেমেছিল ২৬৫ রানে। জিম্বাবুয়ে ১ম ইনিংস: ১০৬.৩ ওভারে ২৬৫ বাংলাদেশ ১ম ইনিংস: ৭৪ ওভারে ২৪৫/৩ বড় লিডের আশায় বাংলাদেশ ম্যাচে বড় সংগ্রহের পথে এগিয়ে যাচ্ছে টাইগাররা। ক্রিজে জমে গেছেন মুশফিকুর রহিম ও মুমিনুল হক। সবশেষ টেস্টে জিম্বাবুয়ের বিপক্ষে তিন অঙ্কের দেখা পেয়েছিলেন এই দুই ব্যাটসম্যান। মুশফিক করেছিলেন ডাবল সেঞ্চুরি, দেড়শ ছাড়িয়ে থেমেছিলেন মুমিনুল। ব্যাটিংয়ের জন্য অপেক্ষায় দুই বিশেষজ্ঞ ব্যাটসম্যান মোহাম্মদ মিঠুন ও লিটন দাস। ৩ উইকেটে ২৪০ রান নিয়ে তৃতীয় দিন শুরু করেছে বাংলাদেশ। মুমিনুল ৭৯ ও মুশফিক ৩২ রানে ব্যাট করছেন। দ্বিতীয় দিন দুয়েকটা বল বাড়তি টার্ন করেছে। তবে উইকেট এখনও ব্যাটিংয়ের জন্য ভালো। নিজেদের ঠিকঠাক প্রয়োগ করতে পারলে বড় লিড অসম্ভব নয়। দ্বিতীয় দিন শেষে সংক্ষিপ্ত স্কোর: জিম্বাবুয়ে ১ম ইনিংস: ২৬৫ বাংলাদেশ ১ম ইনিংস: ৭১ ওভারে ২৪০/৩ (তামিম ৪১, সাইফ ৮, শান্ত ৭১, মুমিনুল ৭৯*, মুশফিক ৩২*; টিরিপানো ১৫-৩-৪০-১, নিয়াউচি ১৩-২-৪১-১, রাজা ২২-১-৭৫-০, টিশুমাম ১২-০-৪৬-১, এনডিলোভু ৯-১-৩৩-০)
×