ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

করোনা ভাইরাস ॥ দক্ষিণ কোরিয়ায় নতুন আক্রান্ত ১৬১, মৃত ৭

প্রকাশিত: ০০:৪১, ২৪ ফেব্রুয়ারি ২০২০

করোনা ভাইরাস ॥ দক্ষিণ কোরিয়ায় নতুন আক্রান্ত ১৬১, মৃত ৭

অনলাইন ডেস্ক ॥ দক্ষিণ কোরিয়ায় করোনা ভাইরাস সংক্রমণে নতুন করে আরও ১৬১ জন আক্রান্ত হয়েছেন। এ নিয়ে দেশটিতে আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৭৬৩ জনে। সোমবার আন্তর্জাতিক সংবাদমাধ্যম এ তথ্য জানায়। সংবাদমাধ্যমে বলা হয়, এ ভাইরাসে আরও দুইজনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন দেশটির স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা। তারা বলছেন, দেশটিতে এ ভাইরাসে মোট মৃতের সংখ্যা দাঁড়ালো সাতজনে আর আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৭৬৩ জনে। এদিকে, করোনা ভাইরাসের সংক্রমণ রোধে কর্তৃপক্ষকে শক্তিশালী পদক্ষেপ নিতে নির্দেশ দিয়েছেন দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট মুন জায়ে-ইন। এর আগে রবিবার করোনা ভাইরাসের সংক্রমণে যাতে মৃত্যুর সংখ্যা না বাড়ে সেজন্য দেশটিতে সতর্কতা জারি করা হয়েছে। চীনে গত বছরের ৩১ ডিসেম্বর হুবেই প্রদেশের উহান শহরেই প্রথমবারের মতো এ ভাইরাসটি শনাক্ত হয়। এরপর বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া করোনা ভাইরাস সংক্রমণে ইরানে ৮ জনের মৃত্যু হয়েছে। রবিবার দেশটিতে নতুন করে ১৫ জনসহ করোনা আক্রান্ত রোগীর সংখ্যা ৪৩ জনে দাঁড়িয়ে। এদিকে করোনা ভাইরাসে ইতালিতে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশটিতে মোট তিনজনের মৃত্যু হয়েছে। রবিবার (২৩ ফেব্রুয়ারি) মিলানের লোম্বারদিয়া অঞ্চলের ক্রেমনা প্রভিন্সে এতে এক নারীর মৃত্যু হয়।
×