ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

পাকিস্তান জিন্দাবাদ স্লোগান দিলেই গুলি, কর্ণাটকের মন্ত্রীর দাবি

প্রকাশিত: ০১:২৪, ২৪ ফেব্রুয়ারি ২০২০

পাকিস্তান জিন্দাবাদ স্লোগান দিলেই গুলি, কর্ণাটকের মন্ত্রীর দাবি

অনলাইন ডেস্ক ॥ দুই দিন আগেই বেঙ্গালুরুতে সংশোধিত নাগরিকত্ব আইনের বিরুদ্ধে আয়োজিত জনসভায় পাকিস্তান জিন্দাবাদের স্লোগান ওঠে। এর জেরে গ্রেপ্তার হয়েছে অমূল্যা নামে এক যুবতী। বিষয়টি নিয়ে বিতর্কের রেশ এখনও কাটেনি। এর মাঝেই কেউ পাকিস্তান জিন্দাবাদ বললেই সঙ্গে সঙ্গে তাকে গুলি করার দাবি জানালেন কর্ণাটকের কৃষিমন্ত্রী বিসি পাটিল। কেন্দ্রের কাছে এই সংক্রান্ত একটি আইন প্রণয়নের অনুরোধ রাখেন। সম্প্রতি এই প্রসঙ্গে তিনি বলেন, ‘যারা ভারতের বিরুদ্ধে কথা বলে বা পাকিস্তানের পক্ষে স্লোগান দেয়। তাদের দেখলেই গুলি চালানোর আইন চালু করতে হবে। অনেকদিন ধরেই দেশে এই আইন চালুর প্রয়োজন রয়েছে। এই ধরনের মানুষগুলি এখানকার পরিবেশে বড় হবে। এই দেশের জল ও খাবার খাবে। তারপরও পাকিস্তান জিন্দাবাদের স্লোগান দেবে। তাহলে ওদের এদেশে থাকার কী দরকার? চিনের দিকে তাকিয়ে দেখুন সেখানকার মানুষরা দেশের বিরুদ্ধে কথা বলতে ভয় পান। তাই আমি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে দেশদ্রোহীদের শাস্তি দেওয়ার জন্য কড়া আইন চালু করার অনুরোধ জানাই।’ গত বৃহস্পতিবার কর্ণাটকের রাজধানী বেঙ্গালুরুতে সংশোধিত নাগরিকত্ব আইনের বিরুদ্ধে একটি জনসভার আয়োজন করা হয়েছিল। সেখানে AIMIM প্রধান আসাদউদ্দিন ওয়েইসি যখন বক্তব্য রাখছেন তখন ১৯ বছরের যুবতী অমূল্যা মঞ্চ উঠে তাঁর হাত থেকে মাইক নিয়ে পাকিস্তান জিন্দাবাদ স্লোগান দিতে থাকে। সঙ্গে সঙ্গে ওয়েইসি-সহ অনু্ষ্ঠানের উদ্যোক্তারা তার হাত থেকে মাইক কেড়ে নিয়ে বিষয়টি সামাল দেওয়া চেষ্টা করেন। কিন্তু, তাতে কোনও লাভ হয়নি। উলটে বিষয়টি জানাজানি হওয়ার পরেই AIMIM ও আসাদউদ্দিন ওয়েইসির বিরুদ্ধে তোপ দাগে বিজেপি। ইচ্ছা করেই এই ঘটনা ঘটানো হয়েছে বলে অভিযোগ করে তারা। এর মাঝেই পাকিস্তান জিন্দাবাদের স্লোগান দিলে গুলি চালানোর আইন প্রণয়নের দাবি জানালেন বিএস ইয়েদুরাপ্পা মন্ত্রিসভার এক সদস্য।
×