ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

টঙ্গীতে কারখানায় কাজ করার সময় লোহার নিচে চাপা পড়ে শ্রমিক নিহত

প্রকাশিত: ০২:৫৫, ২৪ ফেব্রুয়ারি ২০২০

টঙ্গীতে কারখানায় কাজ করার সময় লোহার নিচে চাপা পড়ে শ্রমিক নিহত

নিজস্ব সংবাদদাতা, টঙ্গী ॥ সোমবার ভোর রাতে টঙ্গীর মিলগেটের এসএস স্টিল কারখানায় কাজ করার সময় লোহার রডের ব্লেডের নিচে চাপা পড়ে এক শ্রমিক নিহত ও একজন আহত হয়েছে। নিহতের নাম কাশেম হক (৩০)। পিতার নাম মোফাজ্জল হক। তার দেশের বাড়ি সিলেট জেলার বিশ্বনাথ থানার মান্দারুকা গ্রামে। এই ঘটনায় আহত অপর শ্রমিকের নাম ইসমাইল হোসেন। কারখানার প্রত্যক্ষদর্শী শ্রমিকরা জনকণ্ঠকে জানান, নিহত কাশেমসহ কয়েকজন শ্রমিক নাইট শিফটে কারখানায় কাজ করছিল। শ্রমিকরা লোহার রডের ব্লেড এক স্থান থেকে অন্য স্থানে স্থানান্তর করার সময় শিকল ছিড়ে লোহার রড পড়ে গেলে হতাহতরা লোহার রডের স্তুপের নিচে চাপা পড়ে। ঘটনাস্থলে কাশেম হক নামে এক শ্রমিক নিহত হন। কারখানা কর্তৃপক্ষ জনকন্ঠকে জানান, শ্রমিকদের অসাবধানতাবশত দুর্ঘটনাটি ঘটেছে। টঙ্গী পশ্চিম থানার ওসি এমদাদুল হক জনান, নিহত কাশেম হকের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
×