ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

হাতিয়ায় বিদ্যালয়ের বনভোজনের যেতে না পেরে ছাত্রের আত্মহত্যা

প্রকাশিত: ০৬:৩৭, ২৪ ফেব্রুয়ারি ২০২০

হাতিয়ায় বিদ্যালয়ের বনভোজনের যেতে না পেরে ছাত্রের আত্মহত্যা

নিজস্ব সংবাদদাতা, হাতিয়া ॥ নোয়াখালী দ্বীপ উপজেলা হাতিয়ায় বিদ্যালয়ের চাঁদা না দেওয়ায় সহ পাঠিদের সাথে বনভোজনে যেতে না পেরে রাগে অভিমানে আত্মহত্যা করেছে জিসান (১৭)নামে দশম শ্রেনীর এক ছাত্র। সোমবার দুপরে হাতিয়ার জাহাজমারা ইউনিয়নের ৬নং ওয়াড়ের বিরবিরি গ্রামে এ ঘটনা ঘটে। জাহাজমারা ইউনিয়নের ৬নং ওয়াড়ের ইউপি সদস্য জসিম উদ্দিন জানান, সোমবার জাহাজমারা ইউনিয়নের সেন্টারবাজার উচ্চ বিদ্যালয়ের বনভোজনের যাওয়ার নির্ধারীত দিন ছিল। এতে প্রত্যেক ছাত্র-ছাত্রী থেকে তিনশত টাকা চাঁদা দার্য করা হয়। জিসানের পরিবারের আর্থিক অবস্থা দূর্বল হওয়ায় পরিবারের পক্ষথেকে বনভোজনের যাওয়ার জন্য নিষেধ করা হয়। সোমবার সহপাঠিরা দলবল নিয়ে বনভোজনে যাওয়ার পরপরিই জিসান রাগে অভিমানে নিজ ঘরে গলাই দড়ি পেছিয়ে আত্মহত্যা করে। খবরটি জিসানের সহপাঠিরা শুনার পরপরিই বনভোজন সংক্ষিপ্ত করে তার বাড়িতে ছুঠে আসে । এতে জিসানের বাড়ীতে এক হৃদয় বিদারক দৃশ্যের অবতারনা হয়। জিসান জাহাজমারা ইউনিয়নের ৬নং ওয়াড়ের আফসার উদ্দিনের ছেলে। সে সেন্টার বাজার উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেনীর ছাত্র। এ বিষয়ে হাতিয়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল খায়ের জানান, বিষয়টি আমি সংবাদিকদের কাছে শুনেছি। এ ব্যাপারে কেউ আমাদের কাছে আনুষ্ঠানিক ভাবে কিছই জানায়নি।
×