ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

ব্রিটেনে এ্যাসাঞ্জের বিষয়ে শুনানি শুরু

প্রকাশিত: ০৭:০৮, ২৫ ফেব্রুয়ারি ২০২০

 ব্রিটেনে এ্যাসাঞ্জের  বিষয়ে শুনানি  শুরু

গুপ্তচরবৃত্তি অভিযোগে উইকিলিকসের প্রতিষ্ঠাতা জুলিয়ান এ্যাসাঞ্জকে যুক্তরাষ্ট্রে পাঠানো হবে কিনা তা নিয়ে ব্রিটেনে সোমবার শুনানি শুরু হয়েছে। যুক্তরাষ্ট্রে নিয়ে জুলিয়ান এ্যাসাঞ্জকে বিচার করতে চায় মার্কিন কর্তৃপক্ষ। লন্ডনের উলউইচ কোর্টে এই সপ্তাহে এবং মে মাসে এই মামলার শুনানি অনুষ্ঠিত হবে। যদি এ্যাসাঞ্জের বিরুদ্ধে দায়ের করা গুপ্তচরবৃত্তি আইন লঙ্ঘন আর কম্পিউটার হ্যাকিং অভিযোগ প্রমাণিত হয় তবে ৪৮ বছর বয়সী অস্ট্রেলিয়ান এই নাগরিকে কমপক্ষে ১৭৫ বছরের জেল হতে পারে। ২০১০ সালে উইকিলিকস আমেরিকার সঙ্গে আফগান আর ইরাকের যুদ্ধ নিয়ে অনেক গোপন নথি প্রকাশ করে। ফাঁস হওয়া তথ্যের মধ্যে ২০০৭ সালের এক ভিডিও প্রকাশ করা হয় যেখানে দেখানো হয় আমেরিকার এক হেলিকপ্টার রয়টার্সের দুই সংবাদকর্মী আর নয়জন সাধারণ ইরানী মানুষকে হত্যা করে। ২০১৭ সালে ট্রাম্প প্রশাসন জুলিয়ান এ্যাসাঞ্জকে তার পক্ষে হয়ে কথা বলার জন্য চাপ প্রয়োগ করলেও এ্যাসাঞ্জ তা প্রত্যাখ্যান করায় তার ওপর উদ্দেশ্যপ্রণোদিতভাবে মামলা করা হয়। -এনডিটিভি
×