ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

উত্তর কোরিয়ায় বিদেশীদের কোয়ারেন্টাইন করা হচ্ছে

প্রকাশিত: ০৭:১০, ২৫ ফেব্রুয়ারি ২০২০

  উত্তর কোরিয়ায় বিদেশীদের  কোয়ারেন্টাইন করা হচ্ছে

করোনাভাইরাস ছড়িয়ে পড়া ঠেকাতে উত্তর কোরিয়া ৩৮০ জন বিদেশী নাগরিকের কোয়ারেন্টাইন করেছে। বিদেশীরা বেশিরভাগ রাজধানী পিয়ংইয়ংয়ে অবস্থানরত কূটনীতিক। ২শ’র মতো বিদেশী গত ৩০ দিন তাদের কম্পাউন্ডে বিচ্ছিন্ন অবস্থায় ছিলেন। শেষ হওয়ার পর কোয়ারেন্টাইনের মেয়াদ বাড়ানো হয়েছে। উত্তর কোরিয়ায় এখনও কারও করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার খবর পাওয়া যায়নি। দক্ষিণ কোরিয়ায় সাতজন করোনায় মারা গেছে এবং ৭৬৩ জন আক্রান্ত হয়েছে। ১১ জন সামরিক সদস্য আক্রান্ত হওয়ার পর সাত হাজার ৭শ’র মতো সৈন্যকে কোয়ারেন্টাইন করা হয়েছে। চীনে উৎপত্তি হওয়া এই ভাইরাস ২৯টি দেশে ছড়িয়েছে। ইউরোপে ইতালিতে সবচেয়ে বেশিসংখ্যক লোক করোনায় আক্রান্ত হয়েছে। সে দেশে ১৫২ জনের করোনায় আক্রান্ত হওয়ার খবর জানা গেছে। ইতালির উত্তরাঞ্চলীয় হটস্পট এলাকা ভেনেটো ও লোম্বার্ডিতে ৫০ হাজারের মতো লোককে দুই সপ্তাহের জন্য কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে। ইরান করোনায় ৪৩ জনের আক্রান্ত ও আটজনের মৃত্যুর কথা নিশ্চিত করেছে। চীনের মূল ভূখ-ে দুই হাজার ৫শ’র বেশি লোকের করোনায় মৃত্যুসহ সারাবিশ্বে মারা গেছে দুুুই হাজার ৬শ’র বেশি এবং ৭৭ হাজার ১৫০ জন আক্রান্ত হয়েছে। উত্তর কোরিয়া ভাইরাসে কারও আক্রান্ত হওয়ার কথা নিশ্চিত করেনি, তবে সেখানে এটি ছড়িয়ে পড়ার ভয় ছড়িয়ে পড়েছে। উত্তর কোরিয়ার সঙ্গে চীনের সীমান্ত রয়েছে। সে দেশে যাওয়া সব বিদেশীর অবশ্যই ৩০ দিনের জন্য কোয়ারেন্টাইন করা হবে। এক বিশেষজ্ঞের মতে, উত্তর কোরিয়ায় হাতেগোনা কিছু বিদেশী রয়েছে এবং ২শ’র মতো পশ্চিমা নাগরিক রয়েছে। উত্তর কোরীয় কর্তৃপক্ষগুলো বার্ষিক পিয়ংইয়ং ম্যারাথনও বাতিল করেছে। এতে সারা বিশ্ব থেকে লোকজন অংশগ্রহণ করে। -বিবিসি
×